কম্পিউটারে নিজে আরবি লিখুন, আপনার সন্তানকে আরবি লিখা শিখান খুব সহজেই।

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ১২ মে, ২০১৩, ১০:৪৫:১৫ রাত

প্রতিটি মুসলমানের সাথে আরবি ভাষার একটা সম্পর্ক রয়েছে। প্রতিদিন একজন মুসলিমকে আরবি পড়তে হয়। আর এ ভাষার প্রতি মুসলিমদের রয়েছে অনেক ভালোবাসা। কারণ নামায পড়তে হয় আরবিতে, কুরআনের ভাষা আরবি, নবীর ভাষা আরবি। এ কারণে নিজ মাতৃভাষার সাথে আরবি ভাষাকে মুসলিমরা অতি আপন করে নিয়েছে।

কম্পিউটারে যারা আরবি লিখতে চান অথচ পারছেন না তাদের জন্য এ লিখা।

আপনি সহজেই বাংলা বা ইংরেজির মত আরবিও কম্পিউটারে লিখতে পারেন।

আপনাকে যা করতে হবে:

১. আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে গিয়ে ল্যান্গুয়েজ, রিজিওনাল ল্যান্গুয়েজে যান।



২. কি বোর্ড এন্ড ল্যান্গুয়েজে যান।

৩. চেঞ্জ কি বোর্ডস সিলেক্ট করুন।



৪. পরের বক্স থেকে এড সিলেক্ট করুন।

৫. এরাবিক সৌদি এরাবিয়া (১০১) সিলেক্ট করুন।



৬. এপ্লাই করে বেরিয়ে আসুন।

এবার ওয়ার্ড ওপেন করুন।

আপনার টাস্ক বারের নিচে একটা ল্যান্গুয়েজ বার দেখতে পাবেন।

সেখানে EN AR দেখতে পাবেন।



AR সিলেক্ট করে আরবি লিখতে থাকুন।

কোন সমস্যা হলে জানান।

কোন কী তে কোন বর্ণ নিচের লে-আউটে জেনে নিন।



লিখাটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।

বিষয়: বিবিধ

৪০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File