শাহবাগের আন্দোলনকারীরা হয়ত আবার ফাঁসি চাই ফাঁসি চাই সোহেল রানার ফাঁসি চাই বলে স্লোগান তুলবে।

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ২৮ এপ্রিল, ২০১৩, ০৭:৫৫:৫৭ সন্ধ্যা



সাভারের ধসে পড়া ৯ তলা বিল্ডিং-এর মালিক যুবলীগ নেতা রানা পালানোর সময় বেনাপোল থেকে গ্রেফতার হয়েছে। এটা একটা ভালো দিক। অবশেষে ভবন মালিক রানা যিনি এতগুলো হত্যা কান্ডের আসল কারণ তিনি গ্রেফতার হয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন তিনি যুবলীগের কেউ না, তার নাম আওয়ামিলীগের কোন খাতায় নেই। তিনি এখন আওয়ামীলীগের বাইরের লোক সুতরাং তাকে ধরতে আর কোন অসুবিধা নেই।

অসুবিধা যেটা তা হলো খুনের আসামীকে খালাস দেয়ার অভিজ্ঞতা এই সরকারের আছে। দলীয় লোক হলে তার সাত খুন মাফ। অবশ্য এখানে সাত খুন নয় , খুন হল শতাধিক।

সবাই এখন এটাই আশা করছে এই খুনির একটা সঠিক বিচার হবে। শাহবাগের আন্দোলনকারীরা আবার ফাঁসি চাই ফাঁসি চাই স্লোগান তুলবে।

কিছু দিন পর সবাই এ্সব কথা ভুলে যাবে। যেমন ভুলে গিয়েছে বিডিআর হত্যাকান্ড, যেমন ভুলে গিয়েছে তানজির হত্যাকান্ড ইত্যাদি।

আবার এই রানা তার ক্ষমতা ফিরে পাবে লাভসহ। সুদে আসলে সব ক্ষতি পুষিয়ে নেবে।

যেমন: এম পি শাওনের কথা এখন আর কারো মনে নেই। এভাবেই চলবে এই হত্যাকান্ড চক্র।

যে মায়ের কোল খালি হয়েছে, যে স্ত্রী হয়েছে বিধবা, যে সন্তান হয়েছে মা হারা বাবা হারা এতিম তাদের কথা আমরা আর কিছুদিনের মধ্যেই ভুলে যাব। আর এভাবেই নতুন রানা আসবে নতুন ভাবে।

Click this link

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File