মৃত্যুর কত কাছাকাছি আমরা!!!
লিখেছেন লিখেছেন অক্টোপাশ ২৪ এপ্রিল, ২০১৩, ০২:৪২:৪৩ দুপুর
সাভারে ধ্বসে পড়া ভবনের আহত একজন কান্না করে করে বলছিল, ‘ভাই, ছয় মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আমার বউটাকে খুঁজে পাচ্ছি না।‘ এ পযর্ন্ত ৭৬ জন নিহতের মধ্যে হয়ত তার সদ্যবিবাহিত হতভাগ্য বউটাও আছে। এভাবে কত অজানা কাহিনী হয়েছে আমাদের জানা নেই। এ যেন এক লাশের মিছিল।
আহত নিহতের স্বজনের আহাজারিতে ভারি হয়ে আছে আজ সাভারের আকাশ। অথচ কিছুক্ষণ আগেও তারা জানত না মৃত্যু তাদের এত কাছে রয়েছে। আমরা কথনও ভাবতে পারিনা কথন কিভাবে কার মৃত্যু এসে দরজায় কড়া নাড়বে। কখন ছেড়ে যেতে হবে এই সুন্দর দুনিয়ার মায়া। আমাদের আসল ঠিকানা পরপারে। আসুন আমরা সবাই নিজের মৃত্যু সম্পর্কে আর একবার চিন্তা করি। মৃত্যু আমাদের খুবই কাছে।
বিষয়: বিবিধ
১৬৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন