হেফাজতের লংমার্চ বন্ধ করবে মুরগী শাহরিয়ার!!!!

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ০৪ এপ্রিল, ২০১৩, ০৬:০৮:২০ সন্ধ্যা



দেশ আবার দু’ভাগে বিভক্ত। এবার ইসলামের পক্ষে আর বিপক্ষে। হেফাজতের লংমার্চ বন্ধ করার জন্য শাহরিয়ার কবির অনেকে আদর করে বলে মুরগী শাহরিয়ার এক অন্য রকম যুদ্ধ ঘোষণা করেছেন। ভিন্ন ধরনের এই হরতাল এ জাতি আর কখনও দেখেনি। সন্ধ্যা ৬টা থেকে হরতাল শুরু হবে। রাতে সবাই যখন ঘুমিয়ে থাকবে তখন তারা পিকেটিং করবে। উদ্দেশ্য হেফাজতের কোন গাড়ি যাতে ঢাকায় ঢুকতে না পারে। একেই বলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।

শাহরীয়ার কবির ঘাতক দালাল নির্মূল কমিটি করেছেন। কিন্তু একাত্তর সালে তিনি আবার পাক হানাদারদের মুরগী সাপ্লাই দিয়েছিলেন। এখন তিনি রুখবেন হেফাজত ইসলামের লং মার্চ।

রাতে তিনি তার সেনাবাহিনি নিয়ে নামবেন। হেফাজতের গাড়ি বহরে পাত্থর নিক্ষেপ করবেন। হুজুরদের লাটি পেঠা করবেন। বোমা মারবেন। জনাব শাহরিয়ার হয়ত ভাবতে পারছেন না দেশ এখন আর আগের মত নাই। ইসলামী জাগরণ তিনি ঢিল মেরে বন্ধ করার চেষ্টা করছেন। লংমার্চ রুখতে এসে তিনি নিজের রুখে যান কি না তাই এখন দেখার বিষয়।

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File