অতৃপ্তি
লিখেছেন লিখেছেন প্যরাপিন ২৬ মার্চ, ২০১৪, ১২:৩৮:২৪ দুপুর
ছোট কাল থেকে ইচ্ছা ছিলও , একদিন সৈনিক হবো। চেষ্টাও করেছিলাম, ক্লাস নাইনে উঠার পর বিজ্ঞান বিভাগ নিলাম। ছাত্র হিসাবে মোটামুটি ভালো ই ছিলাম । প্রথম সারিতে ছিলাম,স্কাউট করাতাম, সার্টিফিকেট ও পেলাম , একদিন স্যারের কাছে শুনেছিলাম এই সার্টিফিকেটটা থাকলে সেনাবাহিনীতে যাওয়া সহজ হবে । ইন্টার পাশ করার পরে ,ফিজিক্যালি খাটো ছিলাম বলে, সেটা হয়নি । কিন্তু সেই ছোটকাল থেকে একটি দিনে খুব ভালো লাগতো , বলতে গেলে সারাবছর দিনটির অপেক্ষায় থাকতাম যে, কোনদিন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারেড হবে। খুব ভালো লাগতো। সেনা বাহিনীর যে অনুষ্ঠান দেখতাম । সময়ের পরিক্রমায় আজ প্রবাসে । তবে সে চাওয়া টা আমার এতটকু কমেনি কোন সময় আমাদের সেনা বাহিনীর প্যারেড মিস-করতামনা। কিন্তু এ বার বিজয় দিবসে , আজ স্বাধীনতা দিবসে ও আমাদের সেনাবাহিনীর প্যারেড দেখতে পায়নি। তারা নাকি সহযোগিতা করতেছেন , গি-নীচ বুকে রেকর্ড করতে, এ ব্যাপারে আমার কোন বক্তব্য নেই, আমার কাছ খুব খারাপ লাগতেছে আমাদের সেনাবাহিনীর প্যারেড না দ্যাখে । কি করবো আমাদের মতো আম-পাবলিকের আত্মা অতৃপ্ত ই থাকে।
বেনিনের বিমান এক্সিড্যান্টে যে দিন আমাদের সেনা অফিসাররা নিহত হলেন , নিজের অজান্তে চোখে পানি এসে-গিয়েছিলো। সে বছর নব বর্ষের পিকনিক আমার করিনি।
আমার লিখায় কেউ রাগ কিংবা খুশি হন , আমি প্যরাপিন কোন রি-য়্যাকশন নেই।
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের সেনাবাহিনি গায় গান।
আমাদের সেনাবাহিনি গায় গান।
{{{ ছোট কাল থেকে ইচ্ছা ছিলও , একদিন সৈনিক হবো। চেষ্টাও করেছিলাম, ক্লাস নাইনে উঠার পর বিজ্ঞান বিভাগ নিলাম। ছাত্র হিসাবে মোটামুটি ভালো ই ছিলাম । প্রথম সারিতে ছিলাম,স্কাউট করাতাম, সার্টিফিকেট ও পেলাম , একদিন স্যারের কাছে শুনেছিলাম এই সার্টিফিকেটটা থাকলে সেনাবাহিনীতে যাওয়া সহজ হবে । ইন্টার পাশ করার পরে ,ফিজিক্যালি খাটো ছিলাম বলে, সেটা হয়নি }}}
ভাই আপনার আর আমার অতৃপ্ত বাসনা একই , আমারও অনেক ইচ্ছা ছিল, কিন্তু পারি নাই,
একই ইচ্ছা = একই চেষ্টা = একই ব্যর্থতা
মন্তব্য করতে লগইন করুন