বেচতে জানলে সবই বেচা যায় (চরম নোংরা বিষয়–ওয়াক থু)
লিখেছেন লিখেছেন এলিট ২০ এপ্রিল, ২০১৬, ০২:৫৬:৫৭ রাত
ভালো জিনিস ভালো দামে কেনার একটা মানষিকতা সবারই আছে । কিন্তু যে কোন জিনিস শুধুমাত্র জাকজমকপুর্নভাবে বিক্রি করতে পারলেই যে মানুষ সেটা উচ্চমুল্যে কিনে নেয় এরও উদাহরন আছে বিশ্বজুড়ে। যেমন দুর্বোধ্য কিছু চিত্রকর্ম উচ্চমুল্যে বিক্রি হওয়াটা নতুন কিছু নয়। বিশ্বের সবচেয়ে দামী চিত্রকর্মটি হিজিবিজি ছাড়া আর কিছুই নয়। নোংরা জিনিসও উচ্চমুল্যে বিক্রি হয়। যেমন হলিউডের তারকাদের অর্ধেক খাওয়া রুটি, ব্যাবহার করা টিস্যু এমনকি অন্তবাসও উচ্চমুল্যে বিক্রি হয়েছে। কিন্তু আজকে যে নোংরা জিনিসের কথা বলব তা আপনি কোনদিন শোনেননি। কোনদিন কল্পনাও করেননি যে এমন বেচাকেনা হতে পারে, তাও আবার উচ্চমুল্যে।
গল্পের নায়কের কথা বলার আগে এমন উচ্চমুল্যের ফালতু শিল্পের একটা ননুনা দিয়ে নেই। ১৯৯৯ সালে জার্মানীর আলোকচিত্র শিল্পী Andreas Gursky একটি নদীর ছবি তোলেন যার নাম দেন Rhein II, হ্যা, ছবিটা নিঃসন্দেহে খুব ভালো হয়েছে। তবে বিক্রি হয়েছে অবিশ্বাস্য মুল্যে, ৪.৩ মিলিয়ন ডলার (৩৩ কোটি টাকা)।
এই আলোকচিত্র শিল্পীকে অনেকদুর পেছনে ফেলে, দশগুন বেশী দামে শতগুন ফালতু জিনিস বিক্রি করেছেন আমেরিকান চিত্রশিল্পী Barnett Newman। তিনি Onement Vi নামক একটি ছবি আকেন ১৯৫৩ সালে। সম্প্রতি ২০১৩ সালে ওই ছবিটি ৪৩ মিলিয়ন ডলারে (৩৩০ কোটি টাকা) বিক্রি হয়। আপনি নিজেই দেখুন, নীল রং ছাড়া ওই ছবিতে আর কিছুই নেই।
দামে অনেক পিছিয়ে থাকলেও ফালতু জিনিস বানানো ও বিক্রি করাতে আরো বেশী পারদর্শিতা দেখিয়েছেন জার্মানীর ভিজুয়াল আর্টিস্ট Gerhard Richter। তিনি একটি সাধারন আয়নার উপরে লাল রং করে সেটিকে সাড়ে সাত লাখ ডলারে ( ৬ কোটি টাকা) বিক্রি করেছেন।
যদিও বিষয়ের সাথে সম্পুর্ন প্রাসঙ্গিক নয় তবুও আরেকটি ছবির কথা বলতে হচ্ছে। সেটি হল হল্যান্ডের চিত্রশিল্পি Willem de Kooning এর আঁকা ১৯৫৫ সালের একটি ছবি নাম - Interchange । অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়ে, গত বছর ছবিটি ৩০০ মিলিয়ন ডলারে (প্রায় আড়াই হাজার কোটি টাকা) ) বিক্রি হয়। উপরে ছবিটি দেখতে পাচ্ছেন।
যাই হোক এমন পারদর্শি আরো অনেক আছেন। তাদের সবার কথা বললে দিন চলে যাবে। তাই এবার মুল নায়কের গল্প বলছি। তেনার নাম Piero Manzoni বাড়ি ইটালীতে। তিনি ১৯৯৩৩ সালে জন্মগ্রহন করেন এবং মাত্র ৩০ বছর বয়সে এক ধরনের হৃদরোগে মারা যান। এই অল্প জীবনেই তিনি এমন কিছু করেন, কিংবা বলব এমন কিছু করার সাহস করেন যে আমি এত বছর পরে তার কথা আলোচনা করছি।
নিজে মুখ দিয়ে বেলুন ফুলিয়ে সেটিকেও একটি চিত্র কর্ম নাম দিয়েছেন তিনি। নাম হল সেই চিত্র কর্মের Artist's Breath (শিল্পীর নিশ্বাস)। যাই হোক , পাগলামী এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তিনি অমর হয়ে গেলেন তার অনুরুপ পরবর্তী চিত্রকর্মে যার নাম Artist's Shit (শিল্পীর বিষ্ঠা)। ১৯৬১ সালে, তার মৃত্যুর মাত্র দুই বছর আগে ৯০ টি টিনের কৌটা বানিয়েছিলেন তিনি প্রতিটি কৌটার উপরে লেখা ছিল
Artist's Shit
Contents 30 gr net
Freshly preserved
Produced and tinned
in May 1961
অর্থাৎ, প্রতিটি কৌটায় ৩০ গ্রাম নিজের বিষ্ঠা আছে। শুধু তাই নয়, Piero Manzoni নিজেই ৩০ গ্রামের এই কৌটাগুলির প্রতিটির মুল্য নির্ধারন করেছিলেন ৩০ গ্রাম স্বর্নের সমপরিমানে। পরবর্তীতে এই কৌটাগুলির কিছু হারিয়ে গেছে। কয়েকটি আবার বিভিন্ন সময়ে উচ্চমুল্যে (লক্ষ ডলারে) বিক্রি হয়েছে। এভাবে শেষ পর্যন্ত দেখা গেছে, গড়ে “শিল্পীর বিষ্ঠা” আসলেই স্বর্নের দামে বিক্রি হয়েছে। Piero Manzoni প্রমান করেছেন, দুনিয়াতে বেচতে পারলে সবই বেচা সম্ভব, তাও আবার উচ্চমুল্যে।
আমার ফেসবুক---------- এখানে
সুত্রঃ
https://en.wikipedia.org/wiki/Piero_Manzoni
https://en.wikipedia.org/wiki/Rhein_II
https://en.wikipedia.org/wiki/Interchange_(de_Kooning
।
বিষয়: বিবিধ
১৫৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
আমাদের দেশেও এমন মানুষের অভাব নেই, নায়ক নায়িকারা যা কিছুই করে, সবগুলোকে আদর্শ ও উচ্চ হিসেবে মেনে নেয়। যেমন পোষাক, লাইফষ্টাইল সহ যাবতীয় কাজকর্ম।
আসলে এগুলো মস্তিষ্ক হীনতার পরিচয়। আপনার পোষ্ট পড়লে অনেক কিছু জানাযায়। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন