মফিজের মতন আচরন
লিখেছেন লিখেছেন এলিট ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৩৬:৩৩ বিকাল
এক সড়ক দুর্ঘটনাতে মফিজ প্রায় মরতে বসেছিল। অচেনা পথচারী সালাম, মফিজকে বাচাতে পারল ঠিকই কিন্তু নিজে প্রান হারালো। এই ঋণ শোধ করা কখনোই সম্ভব নয়। এই ঘটনার পরে মফিজ, রাস্তার মোড়ে একটা স্মৃতিসৌধ বানালো। প্রতিবছর সালামের মৃত্যু দিবসে ওই স্মৃতিসৌধে হাজার টাকার ফুল দিয়ে "তোমাকে ভুলব না" গান গেয়ে আসে। মফিজ জানে না সালামের কবর কোথায়। সে কখনো সালামের পরিবারকে খুজে বের করে নি। সুখ-দুঃখে, সুবিধা-অসুবিধায় তাদের পাশে দাড়ায় নি। জীবন দিয়ে যে তাকে রক্ষা করেছে - তার পরিবারকে সে চিনেই না। মফিজের এমন আচরনকে আপনারা কি বলবেন?
আসলে, এমন আচরন আমরা সবাই মিলে করছি। ভাষা আন্দোলনে শহীদ সালাম, বরকত, রফিকের কবর কোথায় আমরা জানি না। তাদের পরিবারের কে কোথায় আছে আমরা জানি না। মুক্তিযোদ্ধার পরিবার যে সামান্য সন্মানটুকু পায়, ওদের পরিবার সেটাও পায় না। শোনা যায় ওদের সবার পরিবারই নাকি আর্থিক কস্টে আছে। এটা সত্য নাকি মিথ্যা তা জানিনা। তবে এটা দ্রুব সত্য যে, কেউই তাদের খোঁজ নেয় না, তাদের পাশে গিয়ে দাঁড়ায় না। আমরা প্রতিবছর কোটি কোটি টাকার ফুল ওই স্মৃতিসৌধে রেখে গান গেয়ে স্যালুট দিয়ে আসি।
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন