বাংলার রাজনীতিতে চাইনিজ থেরাপী
লিখেছেন লিখেছেন এলিট ১৫ আগস্ট, ২০১৪, ১০:৩৫:৪৬ রাত
(আল্লাহ, আমাদের সবাইকে রোগ শোক থেক রক্ষা করুন)
চীন দেশে, এক লোক ডাক্তারী পরীক্ষার পরে জানতে পারল, তার ক্যান্সার হয়েছে। তাও আবার একেবারে যায়গা মতন। ডাক্তার জানালেন, প্রান বাচাতে হলে বিশেষ অঙ্গটি কেটে ফেলতে হবে। এর চেয়ে দুঃসংবাদ আর কি হতে পারে। লোকটি নাওয়া খাওয়া ছেড়ে একেবারে দুঃচিন্তায় অস্থির। কি হবে তার। অঙ্গটি কেটে ফেলার পরে বেচে থেকে লাভ কি। একটা হাত বা পা কাটা পড়া তো এর চেয়ে ভালো ছিল। এমন চিন্তাতেই তার দিন যাচ্ছিল।
এর মধ্যে আশার বানী শোনালো তার এক বন্ধু। তাকে নিয়ে গেল চীনের সবচেয়ে বড় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। সেই ডাক্তার বললেন, কেটে ফেলা ছাড়াও একটা উপায় আছে । সেটা হল, ; আকুপাংচার চিকিতসার মাধ্যমে অঙ্গটি অনুভুতিহীন করে রাখা যেতে পারে (নখ ও চুলের মতন) । লোকটির কোন লাভ হল না। অনুভুতিহীন হওয়াটা কেটে ফেলার চেয়ে কম কিসে?
সর্বশেষে লোকটি গেল এক বুড়ো চিকিতসকের কাছে। চাইনিজ বুড়োটি পরীক্ষা করার পরে বলল – আজকালকের ডাক্তারেরা যে কি হয়েছে। সুযোগ পেলেই খালি কাটা ছেড়া করতে চায়। লোকটি আশার আলো দেখতে পেল। জিজ্ঞেস করলে, কাটতে হবে না? বুড়ো উত্তর দিল- না, কাটার কি দরকার? এই ঔষধটা খেয়ে দেখ, ওটা এমনিতেই খসে পড়বে।
আমাদের আজব দেশের গজব রাজনীতিতে এই তিনটি থেরাপীই চলছে।
- জানায়াতকে কেটে বাদ দিচ্ছে
- জাতীয় পার্টিকে অনুভুতিহীন করে রাখা হয়েছে
- আর বিএনপি তো এমনিতেই খসে পড়ে যাবে
আসুন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায়, এভাবেই ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়ে দেশ ও জাতিকে উদ্ধার করি। - জয় বাংলা।
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন