নিরপেক্ষ কবর তার হলো না
লিখেছেন লিখেছেন এলিট ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৫৩:১৬ বিকাল
রাজীব (থাবা বাবা) ও তার সতীর্থ বন্ধুরা বিভিন্ন লেখায় একাধিকবার লিখেছে "ইসলাম হল হাজার বছরের পুরাতন অবৈজ্ঞানিক, অনাধুনিক প্রস্তর যুগের ধর্ম"
তার মৃতদেহ সৎকার কিন্তু এই পুরাতন ইসলামিক পদ্ধতিতে হয়েছে। সে কিংবা তার নাস্তিক বন্ধুরা এত কিছু বোঝে, তারা কি মৃতদেহ সৎকারের আধুনিক,ধর্ম নিরপেক্ষ কোন পদ্ধতি বের করতে পারল না ? তারা এতদিন ইসলামকে গালি দিয়ে ধর্ম নিরপেক্ষ হয়েছে। অথচ কবরের বেলায় তো ঠিকই ইসলামের মধ্যযুগীয় পদ্ধতির সাহায্য নিতে হল।
নাস্তিক ধর্ম নিরপেক্ষ ভাইয়েরা, আপনারা আপনাদের মৃতদেহ সৎকারের আধুনিক কোন পদ্ধতি কি চিন্তা করে রেখেছেন? নাকি আজীবন ধর্মের নামে বাজে কথা বলে শেষে মৃত্যুর পরে ধর্মের সাহায্য নিবেন?
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন