বানী চিরন্তন - জয় বাংলা সংস্করণ
লিখেছেন লিখেছেন এলিট ২৬ এপ্রিল, ২০১৩, ১০:২৭:২৬ রাত
জয় বাংলার সমর্থকেরা বরাবরই বানীতে খুব পটু। আগে জনতাম বিখ্যাত লোকের কথার মুল্য রয়েছে। দেশের কোন মন্ত্রী তো দুরের কথা একজন উচ্চপদস্থ কর্মকর্তাও না জেনে বা না বুঝে অসংলগ্ন কোন কথা বলে না। কিন্তু এখন দেখি আগা থেকে গোড়া পর্যন্ত সবাই মুখে যা আসে তাই বলে। এই লেখাতে এমন কয়েকটি হাস্যকর উক্তি রয়েছে। এগুলোকে জয় বাংলার বানী চিরন্তন বলতে পারেন।
১. হরতাল সমর্থকেরা ভবনের গেট এবং স্তম্ব ধরে নাড়াচাড়া করায় ওই ভবনটি ধসে পড়েছে।(স্বরাস্ট্রমন্ত্রী)
২. ভবনের মালিক সরকার দলের কেউ নয়। (প্রধানমন্ত্রী)
৩. ভবন থেকে আগেই লোকজন সরিয়ে ফেলা হয়েছে। (প্রধানমন্ত্রী)
৪. ভবনের মালিক রানা আর যুবলীগ নেতা রানা এক ব্যক্তি নয়। (যুবলীগ সভাপতি)
৫. বিরোধীদলের নেত্রী দুর্ঘটনাস্থলে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।(প্রধানমন্ত্রী)
৬. বিরোধীদল পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। (টুকু)
৭. কেউ প্রমান দিতে পারবেনা যে,রানা যুবলীগ কর্মী।(মুরাদ জং)
৮. রাস্তায় ঝুলানো পোস্টারের ছবি আর প্রথম আলোতে দেওয়া পোস্টার এক নয়।(যুবলীগ সভাপতি)
৯. বাড়িতে যাওয়ার সময় ঘরে তালা লাগিয়ে যান। (সাহারা খাতুন)
১০. জিনিসপত্রের দাম বেশি তাই এক বেলা খাবার কম খাওয়ার অভ্যাস করুণ। (সাস্থ্য মন্ত্রী)
১১. সরকারের পক্ষে কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়।(প্রধানমন্ত্রী)
১২. হেফাজতে ইসলাম এই পথে আসবেনা আমি জানি আর তাই আমি তাদেরকে ঠেকানোর জন্য এখানে অবস্থান নিয়েছি।(শাহরিয়ার কবীর)
১৩. বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু।(রোকেয়া প্রাচী)
১৪. মউদুদী কুরআনের অপব্যাখ্যা করেছেন। কিন্তু কোথায় করেছেন সেটি আমি জানিনা।(তানিয়া আমীর)
১৫. বিরোধী দলের নেত্রী অংক আর উর্দু ছাড়া আর কোনো বিষয়ে পাস দেননি। (প্রধানমন্ত্রী)
বিষয়: বিবিধ
২৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন