শাহবাগের পীরদের জামায়াতি প্রতিষ্ঠান বিশেষ করে ইসলামী ব্যাংক বর্জনের ঘোষণা দিয়ে এখন তারাই লেজে গোবরে করে ফেলছে।

লিখেছেন লিখেছেন ফুয়াদ আহমেদ ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:০৩:২৬ সকাল





কারণ ২০১৩ তে দাড়িয়ে তারা যে ব্যাংক বন্ধ কিংবা বর্জনের দাবী জানাচ্ছে সে ব্যাংক বিগত ৩০ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশের উন্নতি ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। সর্বাধিক মুনাফা অর্জন এবং সুদমুক্ত সহজ ঋণের মাধ্যমে দেশের আপামর জনতার কাছে একটিই যখন নাম ইসলামী ব্যাংক ঈর্ষায় জ্বলে যাওয়া শাহবাগীরা তখন "ই তে ইসলামী ব্যাংক, তুই রাজাকার" স্লোগান তোলে। আর কত পাগলামি করলে মানুষকে হেমায়েতপুর পাঠানো যায় জানতে ইচ্ছে করে।

গতবছর ইসলামী ব্যাংক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদান দেয়। ছবিতে দেখুন এমডি প্রফেসর নাসের আবদুজ জাহের প্রধানমন্ত্রীর হাতে চেক হস্তান্তর করছেন। এসব দলিলগুলো এখন তাদের মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে, কোন কোন বাম নাস্তিক শাহবাগী প্রশ্ন করে, "প্রধানমন্ত্রী, ২০১২ সালে ২ কোটি টাকার চেক হাতে নেয়ার সময় আপনিকি জানতেন না ইসলামী ব্যাংক জামাতের?"

ওরা কমেডি করে আমরা হাসা ছাড়া আর কিছুই করার নাই। এখন দেখার পালা, দস্যিরাণী হাসিনাকে কখন তারা রাজাকার বলে বসে.........

Click this link

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File