আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি;
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১৮ মার্চ, ২০১৩, ০৩:১৮:২৫ দুপুর
আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে,
অবাক হবো না বিএনপি যদি নৌকায় সীল মারে,
রাজপথ থেকে মুছে যেতে পারে গনতন্ত্রের দাবি,
শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা-চাবি,
স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি,
আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি;
ক্লাইভের সাথে হতে পারে ফের মীরজাফরের সন্ধি,
বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহকপাট বন্দি;
এই পীরদের মাটি বীরদের ঘাঁটি শহীদের বাংলায়
জনতার ভোটে কি বা ভোট লূটে যেই যাক ক্ষমতায়,
নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়...।
ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে,
ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে,
ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই;
আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবেই...
সবকিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবেই...
ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই...।
-মুহিব খান।
বিষয়: বিবিধ
১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন