পহেলা বৈশাখের চেতনা কৌশলে ভারতমুখী করা হচ্ছে:পীর সাহেব চরমোনাই
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১২ এপ্রিল, ২০১৬, ১০:১৮:০১ সকাল
পহেলা বৈশাখের চেতনাকে কৌশলে ভারতমুখী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সোমবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, পহেলা বৈশাখের নামে দেশময় অশ্লীলতা-বেহায়াপনা ও নগ্নতার ছড়াছড়িতে মুসলিম জাতিসত্তাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। বিগত পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোতে নারী নির্যাতনের দৃষ্টান্ত আছে। পহেলা বৈশাখের চেতনাকে কৌশলে ভারতমুখি করা হচ্ছে।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, মঙ্গল প্রদীপ, মাঙ্গলিক প্রতীক অঙ্কন প্রভৃতি আমদানি করা বিশেষ ধর্মীয় সংস্কৃতি কুসংস্কারাচ্ছন্ন করে তুলেছে। এভাবে ভারতের সংস্কৃতির নামে আমাদেরকে পৌত্তলিকতার দিকে নিয়ে যাচ্ছে। মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক চক্রান্ত চলছে। পহেলা বৈশাখ সেই চক্রান্তের ধারাবাহিকতার অংশ।
চরমোনাইপীর আরও বলেন, ভিনদেশি সংস্কৃতি আমদানির মাধ্যমে আমাদের সংস্কৃতি ধ্বংসের সব প্রস্তুতি চলছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দেশপ্রেমিক ঈমানদার জনতাকে। মুসলমানদের পহেলা বৈশাখ উৎসব পালন করা থেকে বিরত থাকা উচিত। কেননা মুসলমানদের আলাদা ইসলামি সংস্কৃতি আছে।
বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩:০১, এপ্রিল ১১, ২০১৬
বিষয়: বিবিধ
১০৫৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক বলেছেন। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন