হে বন্ধু , তুমি কি একটি বার আসবে ?

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:০৭:৩৮ সকাল

আলহামদুলিল্লাহ !

সারা বিশ্বের অনেক বড় বড় আলেম এখন চরমোনাই মাহফিল মূখি ।



হে বন্ধু , তুমি কি একটি বার আসবে ?

নাকি এখনও নিন্দুকদের সাথে তাল মিলিয়ে নিন্দা করেই যাবে ?



এত আলেমদের আগমন দেখেও কি তোমার হুশ হবেনা ?

নাকি হিংসার আগুনে জ্বলে পুরেই যাবে ?

মনে রেখো ,আল্লাহর জ্বালানো বাতি যে নিভাতে চায় , সে ধ্বংস হয় ।



বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360231
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৪২
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ওহে সারাবিশ্ব থেকে আসা আলেম সমাজ জেগে উঠুন । ঠেলাহেলি বাদ দিয়ে নিজেদের মধ্যে ঐক্য তৈরী করুন ।
হে আল্লাহ প্রথমেই এই কথিত বিশ্ব আলেম সমাজকে হেদায়েত দান করুন । তাদের অন্তরের কুটিলতা দূর করে দিন । তাদেরকে সিরাতোয়াল মুস্তাকিমের পথ দেখান । আমীন।
360234
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৪২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মাহফিলে কি বাঁশ বেয়ে উপরে উঠার প্রতিযোগীতার আয়োজন করা হবে? Tongue
360235
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৪৮
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : মোহাম্মদ নূর উদ্দীন - শুকরিয়া ,আল্লাহ কবুল করুন।
360236
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৪৯
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : মোঃ ওহিদুল ইসলাম - বাশঁ বেয়ে উপরে উঠা যাবে কিনা জানি না ,তবে নাস্তিক,মুরতাদ,ফাসিক-ফুজ্জারদেরকে যে বাশঁ দেওয়া হবে তাতে কোন সন্দেহ নাই।
360257
২৩ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০৭
কুয়েত থেকে লিখেছেন : বিষ তো এমন একজিনিস ১০ জনে খেলেও মরবে সব মানুষে মিলে খেলেও মরবে। বেফাক শিক্ষা বোর্ডের অধিনে হাজার হাজার মাদ্রাসা রয়েছে ইত্বেহাদের অধিনেও শত শত মাদ্রাসা রয়েছে এই দুই মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে প্রতি বছর লক্ষাদিক আলেম বের হয়। কিন্তু রেজাল্ট বা ফলাফল কোথায়..? আলেম আর এলম দিয়েকি জান্নাত পাওয়া যাবে..? জান্নাত পাওয়ার পূর্ব সর্তই হলো আল কুরআর এবং নবীজির সুন্নাহকে পরিপূর্ণ ভাবে গ্রহন করতে হবে। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমিন আপনাকে ধন্যবাদ
০২ মার্চ ২০১৬ দুপুর ০৩:১৭
299235
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া ,চিন্তার বিষয় !!
360288
২৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৭
শেখের পোলা লিখেছেন : মাহফিলে উপস্থিত ওলামা কেরামদের কাছে অনুরোধ আপনারা পারিবারিক ইসলাম,ব্যবসায়ীক ইসলাম ও পৈত্রীক ইসলাম নয় বরং প্রকৃত ইসলামকে জন সমক্ষে তুলে ধরার সাহস দেখান৷সরলমনা মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে বেহেশ্তের লোভ দেখাবেন না৷ নেকীর বিপক্ষে সকল প্রকার বদির কথা ও তা প্রতিহত করার শিক্ষাও দিন৷
০২ মার্চ ২০১৬ দুপুর ০৩:১৮
299236
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আপনি আপনার কু মতলবি কাজ চালিয়ে যান !! বহুত ............ পাইবেন।
০২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
299285
শেখের পোলা লিখেছেন : কি আর করার, আপনারা আলেম আর পীর সামাজের মাথায় চড়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে সম্পদ বানাবেন আর বেহেশ্তের মিথ্যা লোভ দেখাবেন, এটা যদি সুমতলব হয় তাহলে আমার কূ মতলবই ভাল৷ চালাতেই হবে৷ আর বদলা কে কি কতটুকু পাবে তা আল্লাহই জানেন৷ তার পরও বলি ঘুম থেকে জেগে ওঠেন,অন্ধকার আর নাই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File