মউদুদী মতাদর্শের অনুসারিদের কাছে যেগুলো নেকি
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০৫ ডিসেম্বর, ২০১৫, ১২:৫১:২৩ দুপুর
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি
[url href="http:// http://www.bdfirst.net/blog/blogdetail/bloglist/9759/abdulmatin"
উনি মউদুদী আদর্শের একনিষ্ঠ দায়ী ! যাকে প্রায় ২৪ ঘন্টা ব্লগে পাবেন।
জানিনা কিসের ভিত্তিতে উনার এ মেহনত।
যেই কারনেই হোক তা তার ব্যাপার ।
আমি আজ তার একটি লেখা দেখলাম যা সে তার ভ্রান্ত মস্তিক থেকে প্রসব করেছে।
আমি ওখানে তার জবাব দিতে গিয়ে দেখলাম আমাকে আগেই ব্লক মেরে রেখেছে কাপুরুষের মত।
আমি উনাকে সহ উনার ধর্মীয় ভাইদেরকে বলবো ,আগে পীরসাহেব চরমোনাইর বয়ানটি ভাল করে শুনে নিন।তার পরে বিভ্রান্তি প্রচার করুন।
আর যদি শুনার সময় না থাকে ,তাহলে মউদুদীর মত "অল্প বিদ্যা ভয়ংকর" মত অপব্যাখা শুরু করুন।
মউদুদীর সাথে বহুত ফায়দা পাবেন ।
বিষয়: বিবিধ
২২৬৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলাম শিক্ষা দেয়ার জন্যে ছোট-বড়
২৭খানা কিতাব রচনা করেছেন । ২৭
খানা কিতাব বাংলা ভাষায়
লিখিয়া দিলাম । ইহা পাঠ করিয়া
আমল করুন, আপন বাড়ী বেহেশতে চলুন
।” ( ভেদে মারেফত ৯৪ পৃষ্ঠা ) (১)
মারেফতের পীর ও ওলীদের মর্যাদা
নবীদের চেয়েও বেশী ! (আশেক মাশুক
৮৮-৯০ পৃষ্ঠা ) (২) আখেরাতে পীরগণ
মুরিদের জন্য সুপারিশ করবে । ( ভেদে
মারেফত ৬০ পৃষ্ঠা ) (৩) পীরের হুকুমে মৃত
ব্যক্তিকে জীবিত করে । ( ভেদে
মারেফত ১৫ পৃষ্ঠা ) (৪) পীরের কাছে
মুরীদ হওয়া ফরজ । ( মাওয়ায়েজে
এহছাকিয়া ৫৫ পৃষ্ঠা ) (৫) আল্লাহর
কাছে আন্দাজ নাই । ( ভেদে মারেফত
১৫ পৃষ্ঠা ) (৬) শরীয়ত বহির্ভুত হলেও
পীরের হুকুম মানা মুরীদের জন্য
বাধ্যতামূলক । ( আশেক মাশুক বা এস্কে
এলাহী ৩৫ পৃষ্ঠা ) (৭) পীর কাফন
চোরকে পুলসিরাত পার করিয়া দিবেন
। ( ভেদে মারেফত ২৭-২৮ পৃষ্ঠা ) (৮)
পরকালে পীর ও ওলীদের ক্ষমতার
সীমা থাকিবে না । ( আশেক মাশুক ৮১
পৃষ্ঠা ) (৯) পীর কেয়ামতের দিন সকল
মুরীদের গুনাহ মাফ করিয়ে দিবেন ।
(ভেদে মারেফত ৩৪ পৃষ্ঠা ) (১০) আমি
আল্লাহ পাকের দরবার থেকে
জোরপূর্বক করে রুহ নিয়ে আসিয়াছি ।
( ভেদে মারেফত ১৫ পৃষ্ঠা ) (১১) পীরগণ
কেয়ামতের দিবসে মুরীদগণকে
সাহায্য করবে । ( ভেদে মারেফত ২৫-২৬
পৃষ্ঠা, আশেক মাশুক ৬৬-৮১ পৃষ্ঠা ) (১২)
মৃত্যুর সময় পীর স্বীয় মুরীদকে শয়তান
থেকে বাঁচাতে পারেন । (ভেদে
মারেফত ৩১ পৃষ্ঠা )
পুরা ঘটনা এবং তার ব্যাখা রেফারেন্স সহ দেওয়া আছে।কিন্তু যাদের দিলে বক্রতা ,তারা কিভাবে সরলতা গ্রহন করবে।
নি:সন্দেহে সে কওম হল মাওলানা মওদুদী (র.) এর বিরোধীরা, তার বিরুদ্ধে আপনারা যত কিতাব লিখেছেন সবগুলোতেই তার পুর্ন বক্তব্য উদৃতি না করে খন্ডিত ও বিকৃত করে উপস্থাপন করেছেন, যদিও আপনারা যেভাবে পীর পুজা করেন জামাত সেভাবে মওদুদী বা কোন নির্দিষ্ট ব্যাক্তির অন্ধ অনুসরন বা তাকলীদ করেনা, তাই মওদুদীবাদ কথাটাই আপনাদের একটি নির্লজ্জ মিথ্যাচার। কিন্তু আপনারা ঠিকই নির্দিষ্ট ব্যাক্তি কেন্দ্রিক দল করে ব্যাক্তি পুজা করেন, জামায়াত সেরকম কোন দল নয়।
অতএব পাও ক্যাচাল করে কি লাভ?
চোরের হাত পীরের হাতের সাথে লাগার কারণে পীর যদি তাকে পুলসিরাত পার করে দেয় (নাউযুবিল্লাহ), তাহলে মুরীদ যারা পীরের হাতে ধরে বায়াত হবে এদের কত বড় ফযীলত!
দেখুন পীরের লেখা বই – ভেদে মারেফত পৃষ্ঠা ২৭-২৮।
অথচ অন্যকে পুলসিরাত পার করাতো দূরের কথা, কেয়ামতের ময়দান এতো কঠিন হবে যে নবী রাসুলেরাও ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন!
আর এইসমস্ত সুফী পীরেরা নাকি মানুষকে পুলসিরাত পার করে দেবে??
লা হা’উলা ওয়ালা কুওয়্যতা ইল্লা বিল্লাহ।
এইসব হচ্ছে ভন্ডামি, ধর্মের নামে ব্যবসা - মিথ্যা তরীকত আর পীরের উসীলা দিয়ে কাস্টমার (মুরীদ) ধরা, কারণ যত বেশি মুরীদ তত বেশি ইনকাম...
এইজন্য এক ওয়াজে চরমোনাই পীর বলে, “কেয়ামতের দিন তার বাবা ইসহাক সাহেব, ভাই ফযলুল করিম সাহেব বড়বড় জাহাজে করে পার হবে। আর তারা তাদের মুরীদদেরকে ফালায়া জান্নাতে যাবেনা”, মানে তারা তাদের মুরীদদেরকে জান্নাতে নিয়ে যাবে। চরমনাই পীর রেজাউল করীমের নিজের মুখ থেকে শুনেন সে কি বলছে...!!
http://www.youtube.com/watch?v=Q2po6LT6vuo
এটাই হচ্ছে পীরদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, পীরের অসীলা ধরে, পীরের হাতে বায়াত করে মুরীদদেরকে নাজাত দেওয়ার মিথ্যা আশ্বাস...
চরমনাই পীরের শিরকি কুফুরী কিচ্চাঃ
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/a.130928300273259.14132.125167817515974/710429372323146/?type=3&theater; এক রাখাল নাকি আল্লাহকে ছাগলের দুধ খাওয়াইবে (নাউযুবিল্লাহ)!
আল্লাহকে নাকি সাজায়া পড়াইয়া দেবে (নাউযুবিল্লাহ)!
এই সমস্ত শিরকি কথার উপরে আল্লাহ তাআ’লা সন্তুষ্ট (নাউযুবিল্লাহ)!
নিজের কানে শুনুন চরমোনাই পীরের বক্তব্যঃ
http://www.youtube.com/watch?v=w9i40UUpQW0
এইসব কথাবার্তা শুনেও যাদের অন্তরে তালা লেগে গেছে - যাদের পীরের ভক্তি আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে বেশি তারা উলটা আমাদেরকে গালি দেয়।
কি জঘন্য পীর!! আল্লাহর নাকি আন্দাজ নাই (নাউযুবিল্লাহ) !!!
দেখুন ভেদে মারেফত ১৫ নাম্বার পৃষ্ঠা।
https://www.facebook.com/Back.to.Allah.bangla/photos/a.130928300273259.14132.125167817515974/710429372323146/?type=3&theater; একজন মানুষের মা-বাবার বিরুদ্ধে বললে সে ক্ষেপে যায়, আর আল্লাহ রাব্বুল আলামীনের নামে আজেবাজে কথা বলা হয় (নাউযুবিল্লাহ) আর এইগুলো শুনে মুরিদের মজা পায়। এই হচ্ছে তাদের ঈমান্...
পীর-মুরিদী ইসলামে নাইঃ
https://www.facebook.com/Back.to.Allah.bangla/videos/457349234361365/
কে এই চরমোনাই পীর?
https://www.facebook.com/Back.to.Allah.bangla/videos/481525645277057/
চরমোনই মনসুর হাল্লাজের মতো মুর্তাদ শয়তানকে আল্লাহর অলী মনে করেঃ
https://www.facebook.com/Back.to.Allah.bangla/videos/481941395235482/
চরমোনাইয়ের মুরিদেরা এইভাবে ভুয়া জিকির করে কারণ তাদের পীরে এই বেদাত শিক্ষা দেয়ঃ
https://www.facebook.com/Back.to.Allah.bangla/videos/696443150388435/
চরমনাই পীরের মুরিদদের কান্ড দেখুনঃ
https://www.facebook.com/Back.to.Allah.bangla/videos/711070888925661/
হাদীসের নামে জালিয়াতি ও জাল হাদীসের কবলে সুফিবাদ
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4803/TrueIslam/66781#328818
পীরবাদ http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/4803/TrueIslam/58962#.VmKaPF7mjIW
মিথ্যাচার আর অপব্যাখ্যার দিক থেকে আপনি মনে হয় মউদুদীকেও ফেল মারতে পারবেন।
আজ যদি আপনার গরু মউদুদী বেচে থাকতো বেচার তাওবা করে আপনাকে ওস্তাদ বলতে বাধ্য হতো।<:-P
মিথ্যাচার আর অপব্যাখ্যার দিক থেকে আপনি মনে হয় মউদুদীকেও ফেল মারতে পারবেন।
আজ যদি আপনার গরু মউদুদী বেচে থাকতো বেচার তাওবা করে আপনাকে ওস্তাদ বলতে বাধ্য হতো।
আর কিছু বলতে চাইনা।
অতএব দ্বীনের অকুতভয় কলম সৈনিকার বসে থাকলে চলবে না।চালিয়ে যান আরো ক্ষুরধারা লিখনী দিয়ে ।সাথেই আছি।
কারো পূজা না করে ধর্মকে জানুন
আমাদের জনা উচিত study করে।
আর বেকুব বলে ২৪ ঘন্টা নেটে থাকা , যদি কেউ লগইন করে অফিসের কামকাম করতে থাকে তো বা রাত্রে ও বাসায় লগইন করে নিজের অন্যকাজ কোন কাজ করতে থাকে তাতে দোষের কি ?
মওদুদির মতো চরমোনাই ! মওদুদিরি লিখির সাহিত্য আজ মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস
আসুন আমরা ভেদাভেদ ভুলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে ঐক্যবদ্ধভাবে লড়াই করি---- আল্লাহ আমাদের মাফ করে তার দ্বীনের পথে কবুল করুন ।
মন্তব্য করতে লগইন করুন