ভারতে গরুর মাংস খাওয়ার গুজবে এক মুসলিমকে পিটিয়ে হত্যা ,কোথায় আজ মুসলমানেরা ?

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ৩০ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৫:২৪ দুপুর

কোথায় আজ মুসলমান ? কোথায় আজ মানবতা ?এই অসহায় মা-বোনদের আত্ন-চিৎকার যায় কারো কানে? নেই কি শাহজালালের কোন উত্তরসূরী ?

হে আল্লাহ ,হে আল্লাহ ! তুমি রহম কর এই উম্মাহ কে।



গরুর মাংস খাওয়ার অভিযোগে দিল্লির নিকটবর্তী একটি গ্রামে ৫০ বছর বয়সী এক মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে উগ্র জনতা।

সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিএনএনসহ ভারতীয় গণমাধ্যম।

ঘাতকদের পরিচয় সম্পর্কে ভারতীয় গণমাধ্যমগুলো কোনো তথ্য না দিলেও ধারনা করা যায় যে উগ্র হিন্দুরাই এ বর্বরোচিত হত্যায় জড়িত।

পরিবারের জন্য গরুর মাংস কেনার অভিযোগ হিন্দু জঙ্গিরা মোহাম্মদ আখলাক এবং তার ২২ বছর বয়সী পুত্র দানিশকে বাড়ি থেকে বের করে এনে ইট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। আখলাক ঘটনাস্থলেই মারা যান। তার ছেলের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের দাদরি গ্রামে।

আখলাক এবং তার ছেলেকে টেনেহিঁচড়ে নেয়ার সময় দুর্বৃত্তরা তাদের ঘর তছনছ করে এবং নারীদের ওপর হামলা চালায়।

‘আমার স্বামীর রক্তক্ষরণ হচ্ছিল। তারা মাথা গুড়িয়ে দেয়া হয়। তারা পরিবারের লোকজনে মারধর করে.. আমার স্বামীর কোনো শত্রু ছিল না,’ বলছিলেন আখলাকে স্ত্রী।

পুলিশ না আসা পর্যন্ত তাদের মারধর করা হয়।

এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আখলাকের মেয়ে সাজিদা আখলাক (১৮) বলেন, রাত ১০টার দিকে শতাধিক গ্রামবাসী এসে তাদের দরজা ভেঙে তারা বাবা ও ভাইকে টেনেহিঁচড়ে বের করে মারধর শুরু করে।

এর আগে পাশের একটি মন্দির থেকে ঘোষণা করা হয় যে আখলাকের পরিবার গরুর মাংস কিনেছে।

পুলিশ সেই মন্দিরের পুরোহিতকে আটক করলেও পরে ছেড়ে দিয়েছে।

সাজিদা বলেন, তাদের ফ্রিজে শুধু খাসির মাংস ছিল।

পুলিশ সেই মাংস নিয়ে গিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।

পেশায় কৃষক আখলাক তিন দশকের বেশি সময় ধরে এই গ্রামে বাস করছিলেন।

পুলিশ বলছে, গরুর মাংসের গুজব কিভাবে ছড়ালো তা তারা জানেন না।

এদিকে দুর্বৃত্তদের গ্রেপ্তারের পর উগ্র হিন্দুরা পুলিশের ওপর হামলা চালিয়েছে।

বিষয়: বিবিধ

৯৮১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343830
৩০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৫
হতভাগা লিখেছেন : গো-মাংশ রপ্তানীতে ১ম ভারতীয়রা বাইরের মানুষকে গো-মাংশ খাওয়াবে , ইউরো-ডলার কামাবে । তবুও দেশের মানুষকে খেতে দেবে না ।
৩০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০৫
285230
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : প্রতিবাদ করার ভাষা জানা নাই ।
343833
৩০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০৩
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : কোথায় আজ মুসলমান ? কোথায় আজ মানবতা ?এই অসহায় মা-বোনদের আত্ন-চিৎকার যায় কারো কানে? নেই কি শাহজালালের কোন উত্তরসূরী ?
হে আল্লাহ ,হে আল্লাহ ! তুমি রহম কর এই উম্মাহ কে।
343835
৩০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ব্যাটা গরু না খেয়ে খাসি খা, মুরগি খা,, তানা ওর গরু খেতেই হবে। এখন দ্যাখ মজা
৩০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৩
285238
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুধু গরু নয় ,অপেক্ষা কর তোদের কলিজা খাবো।
343840
৩০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৮
ইয়াফি লিখেছেন : নোংরা হিন্দুরা অসভ্য আর কুসংস্কারাচ্ছন্ন রয়ে গেল!
343850
৩০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
শেখের পোলা লিখেছেন : হাজার হলেও আমাদের বন্ধু দেশ৷কিছু বললে আমাদের বিশিষ্ট জনেরা বিগড়ে যাবে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File