কতবড় খোশ নসীব তাদের !

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪০:৫৯ বিকাল

আল্লাহর ঘরের মেহমানদের শাহাদাতের সংখ্যা এ পর্যন্ত শতাধিক ছেড়ে গেছে ।



এই মিছিলে আরো কতজন শরিক হতে হবে আল্লাহ পাকই ভাল জানেন।

কত সৌভাগ্য তাদের ।দীনি পরিবেশে ,জান্নাতি পরিবেশে মাওলার ডাকে সারা

দিয়ে চলে গেল তারা এক স্হায়ী জিন্দেগীর পথে।



হে মালিক ,আপনি আপনার এ বান্দাগুলিকে শাহাদাতের মর্তবা দিয়ে জান্নাতে

উচুঁ মাকাম দান করুন।

হে মালিক মেহেরবান ,আমাদেরকেও আপনি আপনার খাস গোলাম হিসাবে কবুল

করুন।

কতবড় খোশ নসীব তাদের !

আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর ঘরের মেহমান !

আল্লাহর ঘরে ইবাদাতরত জান্নাতি পরিবেশে শাহাদাতের

অমীয়সুধা পান !



আবার জান্নাতুল মাও'য়াতে দাফন !

আহ ! কতবড় খোশ নসীব।

এই সৌভাগ্য কয়জনার হয়।

জান্নাতুল মাও'য়া বা বাকিতে দাফন হওয়ার জন্য কত

বুর্যুগানেদিন সারা জীবন আল্লাহর কাছে ফরিয়াদ করে।

আল্লাহ তুমি আমাদেরকেও কবুল কর।

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341635
১৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ যেন ওনাদেরকে জীবনের ভুলত্রুটি মাফ করে জান্নাতে দাখিল করে নেন। আমিন।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৯
283099
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম ওরা..... আমিন।
341648
১৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
শেখের পোলা লিখেছেন : আমিন৷
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৯
283101
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আমিন।
341670
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫০
অপি বাইদান লিখেছেন : কতবড় খোশনসিব! উপর থেকে ক্রেইন ফেলে পিশে খুন করলেন দয়াল আল্লা......।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১০
283102
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : তোমার এবুঝ হবে না ।কারন তোমার পোস্টে তোমাকে জবাব দিয়ে এসেছি।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২০
283109
অপি বাইদান লিখেছেন : আপনার অক্ষম আল্লা লাজলজ্জার মাথা খেয়েছে, এক কথায় বেহাইয়া।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৭
283115
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আমার আল্লাহ ঠিকই আছে ,তোসার মত বেজম্নাদের বুঝে আসবে না।
341677
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১১
283103
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আমিন।শুকরিয়া।
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৫২
283149
অপি বাইদান লিখেছেন : "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমি হাজির, হে আল্লাহ আমি হাজির" জিকির করতে করতে খাস বান্দারা এলেন- আর উনি পিষে মারলেন সবাইকে। নিধিরাম আল্লা নিজের নাক কেটে সেহানগিরি দেখালেন?
341708
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৪
আবু জারীর লিখেছেন : হে মালিক ,আপনি আপনার এ বান্দাগুলিকে শাহাদাতের মর্তবা দিয়ে জান্নাতে

উচুঁ মাকাম দান করুন। আমইন।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১১
283104
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আমিন,শুকরিয়া।
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৫২
283150
অপি বাইদান লিখেছেন : "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমি হাজির, হে আল্লাহ আমি হাজির" জিকির করতে করতে খাস বান্দারা এলেন- আর উনি পিষে মারলেন সবাইকে। নিধিরাম আল্লা নিজের নাক কেটে সেহানগিরি দেখালেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File