মুসলমানেরা একটু দেখুন,ব্লগ কর্তৃপক্ষ কি নাস্তিকদের সহযোগি!!!
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২৩:৪৩ দুপুর
http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/11216/baidan/69107#.Ve0q8n3szIU
একজন আরেকজনের ধর্ম বিদ্বেষি বা বিরোধি হতেই পারে ।তাই বলে কি অন্যের ধর্মে মিথ্যাচারের মাধ্যমে আঘাত করা এবং তার প্রচার বা প্রচারে সহযোগিতা করা কোন রুচিবোধ মানুষ তো দূরের কথা অমানুষেরও কাজ হতে পারে না।
অথচ এই ব্লগে ঘন্টার পর ঘন্টা মিথ্যাচারের মাধ্যমে ইসলামেকে আঘাত করে লেখা গুলি কিভাবে ঝুলে থাকে তা আমাদের বোধগম্য নয়।
আমার কথা হল যদি এই নাস্তিকের লেখা গুলি সত্য হতো ,তাহলেও আমাদের কথা ছিল না।
কিন্তু ,জগন্য এই মিথ্যাচার গুলি কিভাবে ব্লগে আসে আর কর্তৃপক্ষই বা কেন নিরব থাকে আামর বুঝে আসেনা।
মুসলমান হিসাবে এর নিন্দা জানাই ।অবিলম্বে এই নাস্তিকদেরকে ব্যান করার আহবান জানাই।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আমাদের এ ক্ষুদ্র প্রতিবাদ মনে হয় ব্লগ কর্তৃপক্ষের নযরে পরে না।
আমাদের উচিত ব্লগ কর্তৃপক্ষকে উচিত ভাবে বুঝিয়ে দেওয়া মুসলমান এখন্ও বেচে আছে।
আপনাদের অবগতির জন্য বলছি-
৭নং মন্তব্য দেখুন
আপনাদের অবগতির জন্য বলছি-
আমি ব্যক্তিগতভাবে ব্লগে পোস্ট দিয়েছি,
এডমিনকে মেইল করেছি,
এডমিনের ঘণিষ্ট বন্ধুর মাধ্যমে বলিয়েছি
-
সাময়িক কিছু সুফল দেখেছিলাম,
কিন্তু চূড়ান্ত ফলাফল শূণ্যের কাছাকাছি
সেই দুঃখে-কষ্টে ব্লগে লগইন করা প্রায় ছেড়েই দিয়েছিলাম!
কিন্তু তাতে আমার কোন লাভ হবেনা বুঝলাম!
তাছাড়া এত্তসব হিতাকাঙ্খী প্রিয়জন রেখে দূরে থাকা ঠিক মনে হলোনা!!
তবে এখন দেখলাম আপনার লিংকের পোস্টটি মুছে দেয়া হয়েছে
এডমিন টীমকে ধন্যবাদ!!
কিন্তু এবারেও যদি আগের মতই সাময়িক সান্ত্বনাবটিকা হয় তবে সেটি হবে আরো দুঃখজনক!!
আশা ও দাবী করি যেন তেমনটি না হয়!!
মন্তব্য করতে লগইন করুন