মাজহাবের মুজতাহিদ ও কতিথ বর্তমানের ফেতনাবাজ মুজতাহিদ!

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ৩১ আগস্ট, ২০১৫, ০৪:০৭:৫১ বিকাল

ফখরে বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম (রহ) ছিলেন বাংলার গৌরব। এজন্যই উনার লকব ছিলো ফখরে বাঙ্গাল বা বাংলার গৌরব ।

মিশরের বাদশাহ একবার একটি আন্তর্জাতিক ইসলামিক সেমিনার করেছিলো কায়রোতে। সেই আন্তর্জাতিক সেমিনারে পুর্ব পাকিস্তান থেকে একমাত্র ফখরে বাঙ্গাল (রহ) কে আলেম হিসেবে দাওয়াত করেছিলো, এর কারণ তার যুগে ফখরে বাঙ্গাল (রহ) ছিলেন পুর্ব পাকিস্তানের আলেমদের মধ্যে সবচেয়ে বড় আলেম।তিনি মিশরের বাদশাহর দাওয়াত গ্রহন করলেন। সেখানে ফখরে বাঙ্গালকে এক অদিবেশনের সভাপতি নিযুক্ত করা হলো।

তখন মিশরের আলেমগণের মধ্যে বাতিলপন্হি ছিলো, এখনো আছে। তাদের মধ্যে ভ্রান্ত আমলসমূহের মধ্যে একটি হলো, মিশরের বেশিরভাগ আলেম দাড়ি রাখেনা।

এমন একজন দাড়িকাটা আলেম ফখরে বাঙ্গাল(রহ) এর সভাপতিত্বে অধিবেশন চলাকালে বললেন যে, আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিন আমি নবীজি (সাঃ) এর সুন্নতের উপর একটি বক্তব্য রাখবো। তখন ফখরে বাঙ্গাল(রহ.) বললেন আপনার নিজের মধ্যেইতো সুন্নত নাই, দাড়ি কাটা। আপনি সুন্নতের উপর কি বক্তব্য রাখবেন?

তখন ঐ মিশরি আলেম বললেন ইসলামতো দাড়ির মধ্যে নেই। প্রতুত্তরে ফখরে বাঙ্গাল (রহ.) বললেন হ্যা ইসলাম দাড়ির মধ্যে নেই কিন্তু ইসলামের মধ্যে দাড়ি আছে।

তখন ঐ আলেম চুপচাপ গিয়ে বসে পরলেন।

সেই অধিবেশনে যারা উপস্তিত ছিলেন তারা ছিলেন ততকালিন বিশ্বের ষীর্শস্হানীয় উলামায়ে কেরাম।

এদের মধ্যে আলোচনা শুরু হলো মাযহাব নিয়ে তাদের একটি অংশের দাবি আমরা কেন মাযহাব মানবো? ইমাম আবু হানিফা (রহ.), ইমাম শাফেয়ী(রহ,), ইমাম মলিক (রহ.), ইমাম আহমদ বিন হাম্বল (রহ.) উনারা যদি গবেষণা করে ইসলামের বিধান বের করতে পারেন তাহলে আমরা কেন পারবো না? উনারা যে কোরান হাদিস পড়েছেন আমরাওতো তাই পড়ছি?

কাজেই আমরা চাইলে উনাদের মাযহাব বাদ দিয়ে আমরা নিজেরা গবেষণা, রিসার্চ করে নতুন ভাবে মাযহাব তৈরি করবো।

ফখরে বাঙ্গাল (রহ,) কে কটাক্ষ করে প্রশ্ন করা হলো গবেষণার দরজা কী বন্ধ?

তিনি বললেন,না গবেষণার দরজা কেয়ামত পর্যন্ত খোলা। তখন তারা বললেন তাহলে যারা গবেষনা করে গেছেন আমরা তাদের মাযহাব মানবো কেন? আমরা নিজেরা গবেষণা করে চললে অসুবিদা কি?

তখন তিনি বললেন ঠিক আছে আপনারা গবেষণা করবেন, কিন্তু মনগড়া নাকি কোরান হাদিসের আলোকে?

তারা বললেন কোরান হাদিসের আলোকে। তাই তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা যারা হানাফী মাযহাব, শাফেয়ী মাযহাব, মালেকী মাযহাব, হাম্বলী মাযহাব মানবেন না, নিজে গবেষণা করবেন, আপনারা রাসুলের সবগুলো হাদিস জানেন?

তারা বললো না। তার পর তিনি বললেন একলক্ষ হাদিস? তারা বললো না।

তারপর বললেন ৫০হাজার?

তারা বললো না।

তারপর বললেন ১হাজার হাদিস সনদ সহ বর্ণনাকরিদের জীবন ইতিহাস সহ?

তখন তারা বলেছিলো আমি জানি ১০টি, তিনি জানেন আরো ১০টি, তিনি জানেন আরো ১০টি হাদিস, এভাবে আমরা সম্মিলিত ভাবে গবেষণা করবো। নিজের ইলিমের দ্বারা চলেনা অন্যের কাছথেকে ইলিম হাওলাত করবে!

তখন ফখরে বাঙ্গাল রহ. বলেছিলেন, ১০০টি ছাগল দিয়ে একটি ঘোড়ার বোঝা বহন করানো যেমন সম্ভব না, ঠিক তেমনি আপনাদের মত ১০০ আলেমের দ্বারা একজন আবু হানিফা (রহ.) এর কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হবেনা।।

উপস্হিত সবাই হতভম্ব হয়ে গেলেন।

বিষয়:

১৫২১ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338846
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৮
জ্ঞানের কথা লিখেছেন : দ্বীনের খেত্রে সকল বিষয়ে ইমাম আবু হানিফার (রহ) এর প্রত্যেক সিদ্ধান্ত মানা ফরজ। যারা মানে না তারা লা-মাযহাবী। তারা দালাল ।


-লা-মাযহাবী গন কেন ইমাম আবু হানিফা (রহ) এর সকল কথাকে ফরজ মানবেন না তার উত্তর চাই।
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩১
280234
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : এই গাজাখুড়ি কথা কে আপনাকে বলেছে নাকি নিজেই কোন মতাদর্শ আবিস্কার করে মুজতাহিদ বলতে চান।


লা-মাজহাব বা পথ হারারা ২য় প্রশ্নের উত্তর দিবে।এরকম প্রশ্নতো আমরা করি না বা বলি না।
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
280253
জ্ঞানের কথা লিখেছেন : কেন আপনি আমার কথা মানেন না?? যদি না মানেন তাহলে আপনিও লা মাজহাবী দালাল।

-আমার পীরসাহেব বলছে।
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০৩
280356
ঠোঁটকাটা লিখেছেন : মিষ্টার জ্ঞানের কথা, অন্যকে সম্মান করলে নিজে সম্মান পা্ওয়া যায়।সারা বিশ্বের কোটি কোটি লোক যেমন মাজহাব মানেন,তেমনই লা মাজহাবীদের সংখ্যাও দিনে দিনে বাড়ছে। সর্বজন শ্রদ্ধেয় ঈমামগণ লক্ষ লক্ষ হাদীসের হাফেজ ছিলেন,ফিকহ শাস্ত্রে পন্ডিত না হলে একাধিক সহীহ হাদীস এর মধ্যে সমন্বয় সাধন সম্ভব নয়। ঈমামগণ জীবনভর তাই করেছেন।আপনার অনেকগুলি বিদ্বেষপূর্ণ লেখা আর মন্তব্য পড়েছি। আপনি চরমভাবে পরমত অসহিষ্ণু ইতর টাইপের লোক। এই ব্লগে অনেক লা মাজহাবী আছেন, যারা ভদ্রভাবে নিজেদের মত তুলে ধরেন, অনেকেই মাজহাব মানেন না কিন্তু ঈমামদের সম্মান করেন । আপনার ভাষাজ্ঞানের কারনে আপনার ব্লগে মন্তব্য করতে রুচিতে বাধে, তাই এখানে মন্তব্য করলাম। আপনার মত কয়েক লক্ষ ছাগল একত্র করলে ঈমাম আবু হানিফার বাম পায়ের একটি নখের সমান হবে না।
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২৫
280743
জ্ঞানের কথা লিখেছেন : ঠোটকাঁটা মুরিদ ভাই।
অনেক কথাই বললেন। আপনার উপদেশ ধরে রাখলাম।

আপনার মত অজ্ঞদের জন্য আজ সবাই লা-মাযহাবী হচ্ছে। আপনার মত মূর্খরাইতো এখন টপ লেবেলের হুজুর।

হানাফি মাযহাব রসুল (সা) এর যুগ থেকেই ছিলো। এটা আমার পীরসাহেব বলছে। এখন আপনি না মানলে আমার কি?!?

বরং আপনি না মানার কারনেই লা-মাযহাবী।
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩১
281492
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : মুর্খরা এখন জ্ঞানের কথা শুনা।আহারে আহলে হদস।
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫৪
281500
আবু জান্নাত লিখেছেন : আপনার অনেকগুলি বিদ্বেষপূর্ণ লেখা আর মন্তব্য পড়েছি। আপনি চরমভাবে পরমত অসহিষ্ণু ইতর টাইপের লোক। এই ব্লগে অনেক লা মাজহাবী আছেন, যারা ভদ্রভাবে নিজেদের মত তুলে ধরেন, অনেকেই মাজহাব মানেন না কিন্তু ঈমামদের সম্মান করেন । আপনার ভাষাজ্ঞানের কারনে আপনার ব্লগে মন্তব্য করতে রুচিতে বাধে, তাই এখানে মন্তব্য করলাম। আপনার মত কয়েক লক্ষ ছাগল একত্র করলে ঈমাম আবু হানিফার বাম পায়ের একটি নখের সমান হবে না।
উচিৎ জবাব, অনেক ধন্যবাদ @ঠোঁটকাটা
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৪
281506
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : উচিৎ জবাব, অনেক ধন্যবাদ @ঠোঁটকাটা
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০০
281514
জ্ঞানের কথা লিখেছেন : সব মুরীদরা আমারা একসাথে অনেক ভালো লাগছে।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৮
281672
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : কিয়ামাতে আলামত র্মূখরা জ্ঞানের কতা বলে ।Rolling on the Floor
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৪
281683
জ্ঞানের কথা লিখেছেন : খুব ভালো কথা বলেছেন মুরিদ ভাই।
আমার পীরসাহবে বলেছেন, জানতে জানতে হয় জানোয়ার, আর চোখ বন্ধকরে মানতে মানতে হয় ফলোয়ার।

আমার পীর তোমার পীর চরমোনাই চরমোনাই।
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৩
281733
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : কিয়ামতের আলামত মূর্খ এখন জ্ঞানের কথা বলে।Rolling on the Floor
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০২
281773
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরসাহবে বলেছেন, জানতে জানতে হয় জানোয়ার, আর চোখ বন্ধকরে মানতে মানতে হয় ফলোয়ার।
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৬
282015
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : কিয়ামতের আলামত মূর্খ এখন জ্ঞানের কথা বলে।Rolling on the Floor
338847
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৩
নাবিক লিখেছেন : জবাবটি দারুণ ছিলো
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৬
280236
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : যেমন কুকুর তেমন মুগুড় না হলে চলে না।শুকরিয়া।
338859
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

নতুন কিছু জানা হলো,
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৩
280244
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
শুকরিয়া।Praying
338863
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিষয়টা বুঝলাম না!!
কারন আমার জানা মতে ফখরে বাঙ্গাল মওলানা তাজুল ইসলাম সাধারন হানাফি বিরোধি বলেই পরিচিত ছিলেন। যদিও ফালতু তর্ক তিনি করতেন না।
৩১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৫
280245
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আপনি কোথায় জেনেছেন জানি না।তবে আমি এরকম জানতাম না ।আজ শুনলাম।
বাকি এখানে হানাফি নিয়ে কোন কথা নয় এখানে মাজহাব নিয়ে কথা।
এছাড়া আগের হ্ক্কানি আলেমরা কারো বিরেধিতা করলেও তার প্রতি সম্মান প্রদর্শন করে বিরোধিতা করতেন।আমাদের মত বিরোধিতা ছিল না।
338884
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
আওণ রাহ'বার লিখেছেন : জামিয়া ইউনিসিয়া দেখার ভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ।
ওনার মত দূরদর্শি আলেম অনেক প্রয়োজন!
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩২
281493
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া।
338890
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর, দারুন একটি ঘটনা জানলাম।
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩২
281494
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আমিন ,শুকরিয়া।
338894
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
রওশন জমির লিখেছেন :
ভাইজান, এই ঘটনাটার কোনো রেফারেন্স আছে? সেটা কী?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File