দেশের আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি ভালো নয়! -পীর সাহেব চরমোনাই
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১৩ আগস্ট, ২০১৫, ১২:১৫:৩২ দুপুর
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশে একের পর এক পৈচাশিক ঘটনায় শান্তি প্রিয় মানুষ আতকে উঠছে। জাতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী ৭ মাসে ৯০০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এতেই বুঝা যাচ্ছে দেশে আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি কোন পর্যায়ে। তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় নাস্তিক্যবাদ, নোংড়া সংস্কৃতি ও মাদকের প্রসার, ইসলাম প্রিয় ছাত্র জনতার উপর জুলুম নির্যাতন অবিচারের মাধ্যমে মানুষকে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। যার ফল হচ্ছে ভয়ঙ্কর। তিনি দেশে বিরাজমান ভয়াবহ অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর রামপুরাস্থ একটি মিলনায়তনে এক মতনিমিয় সভায় পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা মকবুল হোসাইন, মুফতী হেমায়েতুল্লাহসহঅন্যান্য উলামায়ে কেরাম।
পীর সাহেব চরমোনাই বলেন, সর্বত্র খুন, ধর্ষণ, হাইজ্যাক, রাহাজানী, ও নানাবিধ দুর্নীতিতে বিষাক্ত হয়ে পড়েছে পুরো সমাজ কাঠামো। সেই সাথে নতুন সংযোজন হয়েছে শিশুকে হাওয়া দিয়ে হত্যার করার মতো লোমহর্ষক ঘটনা যা জাহিলিয়্যাতকেও হার মানায়। তিনি বলেন, অসহায় মা-বোন, গার্মেন্টস কর্মী, চাকরিজীবী মহিলা রাস্তা-ঘাট ও স্কুল কলেজসহ কোথাও আজ মেয়েদের নিরাপত্তা নেই। এমনকি কচি-কাচা শিশুরা গণধর্ষণের শিকার; নির্যাতিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ সমস্ত মরণব্যাধি দমনে আমরা সরকার, প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কার্যকরী পদক্ষেপ দাবি করছি।
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-আমার পীরসাব আহলে হাদীস থেকে দুরে থাকতে বলেছেন।
মুখশ উনমচোন করছেন এজন্য আপনাকে স্বাগতম।
যার কোন পীর নাই তার পীর শয়তান। এটা আমার বুজুর্গ বলেছেন। আমি ফানাফিশ শাইখ।
-এরা ভন্ড এরা দালাল এরা ইংরেজদের দালাল।
-চলেন কোলাকুলি করি মুরিদভাই।
মন্তব্য করতে লগইন করুন