এক্ষনি বর যাত্রি এসে পড়বে, তোমার সাজ নষ্ট হয়ে যাবে
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০৮ আগস্ট, ২০১৫, ০৩:৪২:০৮ দুপুর
বাগদাদ শহরের এ ধার্মিক মেয়ে ছিল, ছোট থেকে নামাজ,
রোজা, কোরআন তেলওয়াতে নিয়মিত ছিল।আস্তে আস্তে মেয়েটি বড় হয়ে গেল। মা-বাবা তার কাছে বিয়ের সম্মতি চাইল, সে রাজি হয়ে গেল। তার মা-বাবা একজন ধার্মিক পাত্র ঠিক করল। বিয়ে দিন ঠিক করা হল।
যথারিতি বিয়ের সব আয়োজন সম্পন্ন। মেয়েটিকে কনের সাজে সাজানো হল। এদিকে যোহরের আজান দিলে মেয়ে
ঐআসর থেকে উঠে নামাজ পরতে চলে গেল।
আত্মীয় স্বজন সবাই বলতে লাগলো, আরে কি করছ?
এক্ষনি বর যাত্রি এসে পড়বে, তোমার সাজ নষ্ট হয়ে যাবে,
বর যাত্রি এই অবস্থায় দেখলে কি বলবে?
মেয়ের জবাব, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না,
আল্লাহ যায় করবেন আমার মঙ্গলের জন্য করবেন।
কে কি বলবে তার জন্য আমি আল্লাহর বিধান অমান্য করতে পারবো না।
অতঃপর মেয়েটি নামাজ পড়তে চলে গেল। বেশ কিছুক্ষন
হয়ে গেল মেয়ে আসছেনা।
অতঃপর মেয়ের মা নামাজের ঘরে মেয়েকে দেখতে গেল।
মা দেখল মেয়ে এখনও সেজদায়।
সেজদা থেকে উঠার বিলম্ব দেখে মা মেয়ের শরীরে হাত দিয়ে দেখল।
মা হাত দিতে মেয়ে পরে গেল। বুঝতে বাকী নেই মেয়ে মৃত্ব বরণ করেছে।
ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।
কি সুন্দর মৃত্যূ।আল্লাহর দরবার সেজদারত অবস্থা মৃত্ব র চেয়ে উত্তম মৃত্যূ আর কি হতে পারে?
আমরা সামন্য কারনে আল্লাহ পাকে কত হুকুম লংঘন করি।রাসুলে কারিম সা:এর কত সুন্নাতকে তরক করি তার কোন হিসাব নাই ।
আসুন আমরা আমাদের জীবনকে আল্লাহর হুকুম ও রাসুলে কারিম সা: এর সুন্নাহ দিয়ে জীবনকে সাঝিয়ে নেই।
আল্লাহ তাওফিক দান করুন।
"""""" আমীন """""""
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-খুব সুন্দর এবং শিক্ষণীয় পোস্ট। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন