ইমাম সাহেবের সুন্দরী স্ত্রীর প্রেমে বখাটে যুবক *****************************************

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০৬ আগস্ট, ২০১৫, ০২:৩২:৫৮ দুপুর

বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী এবং সুনয়না। স্থানীয় এক বখাটে মাস্তান যুবক হঠাত অপ্রত্যাশিত ভাবে একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমত তাকে বিরক্ত করতে থাকে ।

একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল, হে সুন্দরী মহিলা! আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দূর্বল হয়ে পড়েছি। তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি ?

মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন। রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব বললেন, তুমি রাজি হয়ে যাও! তবে একটা শর্তে, শর্তটা হলঃ “যদি যুবক একটানা চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে”।

পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করল, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি?

মহিলা বললেন একটি শর্ত আছেঃ যদি তুমি শর্ত পূরণ করতে পার তবে আমি রাজি। তখন যুবক বলল কি শর্ত ?

মহিলা বলল শর্তটি হচ্ছেঃ “বিরতি না দিয়ে একটানা চল্লিশ দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতে সালাত আদায় করতে হবে”।

যুবক বলল, এটাতো সহজ শর্ত এরচেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম। যুবক পরদিন ওযু করে সুন্দর পোশাক পড়ে সালাত আদায় করতে আসলো।

ইমাম সাহেব সালাতের পর মুনাজাত করে বললেন, “হে আল্লাহ! এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি, এখন পথ প্রদর্শনের মালিক তুমি “।

যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে সালাত আদায় করে যাচ্ছে, ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর আছর, এরপর মাগরিব, এরপর এশা। কোন বিরতি নেই।

অতঃপর এভাবে যেদিন একটানা চল্লিশ দিন পার হলো সেদিন যুবক ইমাম সাহেব কে জড়িয়ে কেঁদে ওঠলো এবং বলল, আমাকে ক্ষমা করে দিন। আমি অন্ধকারে ছিলাম আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন। তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন,

“হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিওনা এবং তুমি আমাদের করুনা দান কর, তুমিই মহাদাতা অসীম করুনার আধাঁর”। সূরাঃ আল-ইমরান , আয়াতঃ ৮

“যথাযথ ভাবে সালাত আদায় কর, নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরনই সর্বশেষ্ঠ। তোমরা যা কর তা আল্লাহ অবগত”। সূরাঃ আনকাবুত, আয়াতঃ ৪৫।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334085
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৮
হতভাগা লিখেছেন : সুব'হান আল্লাহ ! আল'হামদুলিল্লাহ !
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৬
276224
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : সুব'হান আল্লাহ ! আল'হামদুলিল্লাহ !
334090
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৭
276226
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া।
334091
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৮
চিরবিদ্রোহী লিখেছেন : إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَر
"নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে।" (২৯/৪৫্)
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৮
276227
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : মহান প্রভূর বানী চিরন্তন সত্য।জাযাকাল্লাহ।
334096
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০১
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose
জাজাকাল্লাহু খাইরান।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৮
276228
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া ,জাযাকাল্লাহ।
334097
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : “হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিওনা এবং তুমি আমাদের করুনা দান কর, তুমিই মহাদাতা অসীম করুনার আধাঁর”। সূরাঃ আল-ইমরান , আয়াতঃ ৮
-আমিন। চমৎকার এবং পরকালীন শিক্ষণীয় পোস্টটির জন্য ধন্যবাদ...
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৯
276229
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া ,আমিন ।জাযাকাল্লাহ।
334100
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৩
জ্ঞানের কথা লিখেছেন : ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী এবং সুনয়না।

-পর্দার খবর কি?

বাগদাদে সে সময়ে কাজি কি ছিলো না? নাকি সেখানে হাসিনা সরকার ছিলো?

-গলত ঘটনা মনে হচ্ছে

সালাত না পড়লে তো কুফরি করলো

-ছালাত পড়াতে মানুষকে উৎসাহীত করার জন্য ঘটনা হলে এর চেয়ে হাদীসে সালাত ত্যাগকারী কুফরি করে বলা আছে। কুফরীর ভয় সবার করা উচিত।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২০
276230
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আপনি মনে হয় মুখস্ত কমেন্ট করেছেন।আগে ভাল ভাবে পড়ুন।তারপরে মানুষের ভূল দরতে মাঠে নেমে পড়ুন!!!
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫৫
276242
জ্ঞানের কথা লিখেছেন : কত কিছু লেখলাম তার পরেও আপনার মনেহলো আমি পড়িনি!!! যা বলেছি তা ঠিকই বলেছি। আপনার ভুল ধরিনি গল্পের ভুল ধরেছি।

-আপনার বোঝার ভুল।
০৮ আগস্ট ২০১৫ সকাল ১০:০১
276511
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : অপ্রত্যাশিত ভাবে আপনার পর্দাশীল স্ত্রী অন্য কেউ দেখতেই পারে ।
০৯ আগস্ট ২০১৫ দুপুর ১২:১১
276709
জ্ঞানের কথা লিখেছেন : ঐহলো, গল্পতো গল্পই।
334102
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : জ্ঞানের কথা লিখেছেন:
ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী এবং সুনয়না।
-পর্দার খবর কি?

বাগদাদে সে সময়ে কাজি কি ছিলো না? নাকি সেখানে হাসিনা সরকার ছিলো?
-গলত ঘটনা মনে হচ্ছে

সালাত না পড়লে তো কুফরি করলো

-ছালাত পড়াতে মানুষকে উৎসাহীত করার জন্য ঘটনা হলে এর চেয়ে হাদীসে সালাত ত্যাগকারী কুফরি করে বলা আছে। কুফরীর ভয় সবার করা উচিত।

এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আপনি মনে হয় মুখস্ত কমেন্ট করেছেন।আগে ভাল ভাবে পড়ুন।তারপরে মানুষের ভূল দরতে মাঠে নেমে পড়ুন!!!
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৪
276234
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ??????????????
334108
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৪
আবু জান্নাত লিখেছেন : ঘটনাটি সত্য মিথ্যা যাই হোক,
শেষের দিকের কথাগুলো ভালো লেগেছে।
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৩
276236
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আল্লাহু আ'লামুবিল খায়ের।জাযাকাল্লাহ।
334113
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০১
১০
334146
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ আগস্ট ২০১৫ সকাল ১০:০২
276513
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া, ধন্যবাদ।
১১
334158
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : মানুষকে ভালো কাজের প্রতি আকৃষ্ট করার জন্য মুসলিম সমাজে নানা রকম গল্প বানানোর রেওয়াজ প্রচলিত ছিল এক সময়। এটিও তেমন একটি গল্প হতে পারে।
০৮ আগস্ট ২০১৫ সকাল ১০:০৩
276515
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আল্লাহই ভাল জানেন ? তবে শিখার মত বাস্তব কিছু আছে।
১২
334160
০৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১১
ইয়াফি লিখেছেন : ভালো লাগলো
০৮ আগস্ট ২০১৫ সকাল ১০:০৩
276516
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া।
১৩
334175
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৭
নৈশ শিকারী লিখেছেন : গল্পটা যদিও আগে পড়েছি তবু ভালো লাগলো।
০৮ আগস্ট ২০১৫ সকাল ১০:০৩
276518
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া।
১৪
334183
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:১৯
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০৮ আগস্ট ২০১৫ সকাল ১০:০৩
276519
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File