ঐদিনের অসহায় সেই ভিক্ষুক টি আমি, যিনি আজ তোমার সম্পদশালী স্বামী!!! *******************************************************************
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০৫ আগস্ট, ২০১৫, ০৩:৩০:০২ দুপুর
এক যুবক নতুন বিয়ে করল। ভালোই কাটতে ছিল তাদের দিন গুলো । একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করল। স্বামী স্ত্রী যখন খেতে বসল,এমন সময় এক ভিক্ষুক হাজির হল। ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল । স্বামী খুব রাগ হইলেন এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল। অসহায় ভিক্ষুক চলে গেল!!!
এরপর কিছুদিন যেতে না যেতে স্বামী বেচারা দিন দিন খারাপ অবস্হা অবলোকন করল।সে শারিরিক আর্থিক ভাবে আস্তে আস্তে নি:স্ব হয়ে গেল।
কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হল। এক পর্যায়ে তাদের সংসার ভেঙ্গে গেল ।স্বামী স্ত্রী কে তালাক দিয়ে দিল।স্ত্রী বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল ।নতুন স্বামীর সাথে শুরু হল তার জীবন!
দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল।একদিন স্বামী স্ত্রী খেতে বসল।ইতিমধ্যে একজন ভিক্ষুক আসল। স্ত্রী স্বামী কে বলল"আমি ভিক্ষা দিয়ে আসি"। কারণ এমন এক মুহুর্তে আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরন করেছিল, যা আমি এখনও ভুলতে পারিনা।
যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল!!! কারণ,তার সেই প্রথম স্বামীই আজতার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে!!!
স্ত্রী চোখের পানি রাখতে পারল না।মেয়েটি তার দ্বিতীয় স্বামী কে বলল, ভিক্ষুক কে আপনি ভিক্ষা দিয়ে আসুন ।
এরপর স্ত্রী বলল, আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শুনাব। তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল!!
তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল,আমি তোমাকে এর চাইতেও আশ্চর্য ঘটনা শুনাব । তুমি হয়ত শুনে অবাক হবে যে ,ঐদিনেরঅসহায় সেই ভিক্ষুক টি আমি, যিনি আজ তোমার সম্পদশালী স্বামী!!!
# শিক্ষাঃ আল্লাহ মুহূর্তের মধ্যেই গরীব কে ধনী আর ধনী কে ফকির বানিয়ে দিতে পারেন ।সূতরাং আমরা কখনও কোন অসহায় কিংবা গরীব লোকের সাথে খারাপ ব্যবহার না করি । যদি পারি নিজের সাধ্য মত সাহায্য করব। কোন ভাবেই তাদের সাথে ধমকের সুরে কটু কথা বলবনা !!
বিষয়: বিবিধ
১৪৫৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগল। সত্যিই আমাদের লাইফে কতই না ঘটনা ঘটতে পারে......
মন্তব্য করতে লগইন করুন