#মর্দে মুজাহিদ কাসিম নানুতবী রহ. *****************************************
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০৪ আগস্ট, ২০১৫, ০৯:৪৪:১৫ সকাল
হযরত কাসেম নানুতুবি রহ. ছিলেন বিশ্ব বিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ।শামেলীর যুদ্ধে তিনি মুজাহিদ বাহিনির সেনা প্রধানের দায়িত্ব পালন করে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন ।পরিশেষে ইংরেজদের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল।তিনি তিন দিন লুকিয়ে থেকে রাসুল সা. এর হিজরাতের সুন্নার আদায় করণার্থে গোপনীয় স্হান থেকে বেরিয়ে পরলেন।
এক স্হানে তিনি আছেন খবর পেয়ে ইংরেজ সৈন্য সেখানে উপস্হিত হয়ে তাকে খুজতে লাগলেন ।তারা তাকে চিনত না বিধায় তাকে উদ্দশ্য করে জিজ্ঞাসা করল ,কাসিম নানুতবিকে আপনি দেখেছেন ?
হযরত কাসেন নানুতবি রহ. মিথ্যার আশ্রয় না নিয়ে তাওরিয়ার আশ্রয় নিলেন। এভাবে জিজ্ঞাসিত হবার সাথে সাথে তিনি স্হানটি থেকে একটু দূরে সরে পড়লেন এবং সাথে সাথে বলে উঠলেন ,এই তো কিছুক্ষন পূর্বে তিনি এখানে ছিলেন।
এ কঠিন মুহুর্তে তিনি মিথ্যার আশ্রয় না নিয়ে তাওরিয়া নামক কৌশলের আশ্রয় নিলেন এবং অবাক করা জায়েযী পন্হায় জবাব দিলেন।
এ ছিল আমাদের বড়দের ইতিহাস।
(মুমিন ও মুনাফিক- জাস্টিস আল্লাম তাকি উসমানি দা
বিষয়: বিবিধ
১৫৫৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বড় হতাশ হয়ে আমরা দেখেছি, যে কারণে এই মাদ্রাসার গোড়া পত্তন, পরবর্তীতে সেই মাদ্রাসার পরিচালকেরা তার লক্ষ্য থেকে বুহ দূরে চলে আসে। যার ফলশ্রুতিতে, সেখান থেকে পড়তে আসা মহান মুরুব্বীদের হৃদয় থেকে জিহাদের তামান্নাই চলে যায়। তাঁদের বেশীর ভাগ আলেম নীরবে নিভৃতে থেকে যতটুকু পারা যায় ততটুকুই দ্বীনের খেদমতে আঞ্জাম দিতে ব্যস্ত থাকে।
ব্রিটিশ আমলে রচিত 'আজাদী আন্দোলনে আলেম সমাজ' বইতে একদা আলেমেরা স্বাধীনতা ও মুক্তির জন্য কি গুরুত্ব পূর্ন ভূমিকা রেখেছিল তার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সেখানে আল্লামা কাশেম নানুতবীর জীবনের অনেক অজানা কথাও তুলে আনা হয়েছে, যা পড়লে একজন ঘুমন্ত মুসলিম জাগ্রত মুজাহিদে পরিনত হতে বাধ্য হবে। আপনাকে অনেক ধন্যবাদ।
মুসলমানদের হৃদয় থেকে জিহাদের বাসনা চলে যাবার কারণে ই কবি নজরুল লিখেছিলেন,
আনোয়ার, আনোয়ার,
সব যদি সুমসাম,
তুমি কেন কাঁদ আর?
দুনিয়াতে মুসলিম আজ,
পোষা জোনোয়ার।
আনোয়ার ধিক্কার,
কাঁধে ঝুলি ভিক্ষার,
তরবারী ছিল যার,
স্বাধীনতা শিক্ষার,
তারা আজ দিকহার
আনোয়ার, আনোয়ার
অনেক ধন্যবাদ
স্মরণ করিয়ে দিলেন,
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
আনোয়ার, আনোয়ার,
সব যদি সুমসাম,
তুমি কেন কাঁদ আর?
দুনিয়াতে মুসলিম আজ,
পোষা জানোয়ার।
আনোয়ার ধিক্কার,
কাঁধে ঝুলি ভিক্ষার,
তরবারী ছিল যার,
স্বাধীনতা শিক্ষার,
তারা আজ দিকহার
আনোয়ার, আনোয়ার
মন্তব্য করতে লগইন করুন