সত্যিকার আল্লাহ ভীতি একেই বলে
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৮ জুলাই, ২০১৫, ১১:৩৭:০১ সকাল
হযরত আবু বকর রাঃ এর ঘটনা----------------------------
রাবীয়া আসলামী রাঃ বলেন, একবার হযরত আবু বকর রাঃ ও আমার মধ্যে কোন বিষয়ে মত-পার্থক্য দেখা দিলে কিছু তর্ক-বিতর্কে তিনি কটু কথা বললে আমি আন্তরিকভাবেই ব্যথিত হলাম। তিনি সাথে সাথেই তা উপলব্ধি করে আমাকে বললেন, তুমিও আমাকে অনুরুপ কথা বলে প্রতিশোধ নাও। আমি এরুপ প্রতিশোধ নিতে অস্বীকার করলে তিনি বললেন, আমি রাসুল সাঃ এর দরবারে গিয়ে নালিশ করব। আমি তাতে অস্বীকৃতি জানালাম। তিনি চলে গেলেন। এমন সময় বনী আসলামের লোকজন এসে বলল, এ কেমন কথা; তিনিই অন্যায় করে আবার তিনিই রাসুল সাঃ এর কাছে নালিশ করতে গেলেন। আমি বললাম, ইনি আবু বরক সিদ্দীক রাঃ। তিনি আমার উপর অসন্তুষ্ট হলে আমার ধ্বংস অনিবার্য। এরপর রাসুল সাঃ এর খিদমতে আমি হাজির হয়ে পুরো ঘটনা বর্ননা করলে তিনি সাঃ বললেন, তুমি ঠিকই করেছ। কখনো প্রতিশোধ মূলক উত্তর দেওয়া উচিত নয়। তবে এভাবে বলে দাও, হে আবু বকর! আল্লাহ আপনাকে ক্ষমা করুন। সত্যিকার আল্লাহ ভীতি একেই বলে। একটা কথার জন্য এত চিন্তা। আবু বকর সিদ্দীক রাঃ এর মত লোক হঠাৎ একটি মাত্র কটু কথা বলে একজনের মনে কষ্ট দিয়েছেন। কিন্তু এ কথার প্রতিশোধ নেয়ার জন্য তার কত চিন্তা, কত চেষ্টা। প্রথমে প্রতিশোধ নেয়ার জন্য অনুরোধ করলেন, প্রতিশোধ না নিলে তার বিরুদ্ধে রাসুল সাঃ এর নিকট নালিশ করবেন এই ধরনের কথা বললেন অর্থাৎ যে করেই হোক নিজের ত্রুটির জন্য আল্লাহর বান্দা থেকে ক্ষমা লাভ করতে হবে।
বিষয়: বিবিধ
১৫৭৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন