সিটি নির্বাচন ! ইসলামে পক্ষে উদিয়মান শক্তিকে সহায়তা করুন

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১২ এপ্রিল, ২০১৫, ০২:৫৬:৫৩ দুপুর



ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র

পদে অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-কে

কমলালেবু মার্কায় ভোট দিন।

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে আলহাজ্ব আব্দুর রহমান-কে ফ্লাক্স মার্কায় ভোট দিন।

চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে আলহাজ মাওলানা ওয়ায়েজ হোসেন ভূঁইয়া-কে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিন।

জোট - মহাজোটের বাহিরে ইসলামে পক্ষে একমাত্র উদিয়মান শাক্তিকে সার্বিক সহযোগিতা করুন।

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314448
১২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৬
বশর সিদ্দিকী লিখেছেন : দাড়িওয়ালাদের ভোট দেই না। এর গনতন্ত্র হারাম বইলা আবার সেই ভোটে দারা। দই মুখের লোক।
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫১
255397
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আপনার বুঝার ভূল।দাড়ি ওয়ালার গনতন্ত্রেরর জন্য নির্বাচন করে না বরং ইসলামি বিপ্লবের পথকে ত্বরম্বিত করতেই ইসলামের পক্ষের লোকদের ভোট কে যাচাই করা।
314452
১২ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫১
255398
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : জাযাকাল্লাহ
314456
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। গুরুত্বপূর্ণ সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫২
255399
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহ ।শুকরিয়া ,জাযাকাল্লাহ।
314486
১২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনাদের উচিৎ ছিল জাময়াত কিংবা অন্যান্য ইসলামী দল প্রার্থী দেয় নাই তাদের সাথে যোগাযোগ করে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া ,,কিন্তু উনারা তা করবেন না !!এটাই আমার আফসুস
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০০
255513
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আপনার হয়তো জানা নাইযে জামাত আর অন্যান্য ইসলামী দল গুলি এখন বিশ দলের ভিতরে আছে এবং খালেদার প্রার্থীই তাদের প্রার্থী!!!
তারপরও বাকি ইসলামী দল গুলির সাথে যে যোগাযোগ হয় নি তা কিন্তু নয়।
আমার আফসুল লাগে -খালেদার সাথে গিয়ে ঐক্য করতে পারলেও আমাদের ইসলামী দল গুলি নিজেদের অভ্যন্তরিন ক্রটি ভুলে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারে নাই।
314543
১২ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৩
সাদামেঘ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। গুরুত্বপূর্ণ সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর। মহান আল্লাহ এদেশের আকাশে ইসলামী ঝান্ডা উড়াক! সেই প্রত্যাশায়....!
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০১
255514
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহ ।শুকরিয়া ,জাযাকাল্লাহ ।
314552
১২ এপ্রিল ২০১৫ রাত ১০:০৯
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
১৩ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০২
255515
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া ,জাযাকাল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File