৫,৬ ও ৭ মার্চ চরমোনাই ঐতিহাসিক মাহফিল
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০১ মার্চ, ২০১৪, ০৭:১৬:৪৪ সন্ধ্যা
আল্লাহর শুকরিয়া !
চরমোনাইর মাহফিল একেবারে কাছে চলে এসেছে ।
সারাদেশ যেন একটি ভিন্ন রুপ দারন করেছে ।
আর দেরি ভাল লাগে না ।:-)
কিন্তু না ! আমিযে কর্মস্হলে বন্দী !
আমাকে ৪ তারিখে রওনা দিতে হবে !!!
বন্ধু ! আপনি রেডি তো ?
অনন্ত একটি বার হলেও চরমোনাই মাহফিলে আসুন ।
৫,৬,৭ মার্চ চরমোনাই মাহফিলের দাওয়াত রহিল ।
আগামী ৫, ৬ ও ৭ মার্চ’১৪
ঐতিহাসিক চরমোনাই বার্ষিক
মাহফিলে যোগ দিন সফল করুন।
সরাসরি সম্প্রচার:
http://www.charmonaivs.net/live
বিষয়: বিবিধ
১৯০৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরোও বিস্তারিত এখানে চরমনাই পীরের আশেক মাশুক...
তোমার এই অপপ্রচারের জবাব কতবার দিলাম!!!
কিন্তু আল্লাহ যাকে গোমড়া করে কে তাকে পথ দেখায়।
সাহস থাকলে আসো।কতক্ষন একটু বহস করি।কবে কখন করবে।জানান।
নিশ্চই আল্লাহই পথ দেখানোর মালিক।
"কুম বিইজনি" এই কথার আকিদা পোষন করা মানুষ কে আপনি কি বলবেন???
ইসা (আ) ও বলেছিলেন "কুমবিইজনিল্লাহ" অর্থ: আল্লাহর হুকুমে দারিয়েযাও।
আর আপনার দাদা পীর যদি বিশ্বাস করে যে কেউ "কুমবিইজনি" অর্থ: "আমার হুকুমে দারাও" বললে মৃত জীবিত হবে তাহলে তাকে কি বলবেন???
আবার জোর পূর্বক রুহ নিয়ে আসে এটাকে কি বলবেন???
আল্লাহ আপনার তালাবদ্ধ চোখ খুলেদিন। আমিন।
একমাত্র আল্লাহই পারেন আপানকে বুঝাতে।
অথবা চরমোনাই মাহফিলে আসার আহবান জানাচ্ছি।
মন্তব্য করতে লগইন করুন