মহাসমাবেশ সফল করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করুন : হেফাজত
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২২ ডিসেম্বর, ২০১৩, ০৫:৫৩:২২ বিকাল
আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ স্থানীয় ওলামা-মাশায়েখরা। রোববার এক যৌথ বিবৃতিতে দেশের বিশিষ্ট ওলামা-মাশায়েখরা সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এই মহাসমাবেশ সফল করার জন্য সকল আলেম-ওলামা, ইমাম-খতীব, মাদরাসার ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে হেফজতের ঢাকা মহানগর আলেমগণ বলেন, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুসলমানের ঈমানের মূল দায়িত্ব। মহানবী (সা.) এর শানে যারা বেয়াদবি ও কটূক্তি করে তারা সবচেয়ে নিকৃষ্ট। এক শ্রেণীর হীনমনা মানুষ মহান আল্লাহ ও তার প্রিয় রাসুলকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে যাচ্ছে।
পাশাপাশি সংখ্যালঘুদের ওপর আক্রমণ করে ওলামাদের ওপর এর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তারা বিবৃতে উল্লেখ করেন।
হেফাজতে ইসলামের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে হেফাজত নেতারা বলেন, সম্প্রতি সরকার নানা অজুহাত দেশের বিভিন্নস্থানে ওয়াজ-মাহফিল ও ইসলামী সম্মেলনে বাধা দিচ্ছে। এসব কাজে তারা সরকারকে বাধা না দিয়ে সাহায্য করার আহ্বান জানান।
আইন-শৃঙ্খলা বাহিনীকে ২৪ ডিসেম্বরের সমাবেশে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর হেফজত বলেন, আমাদের শান্তিপূর্ণ ১৩ দফার সমাবেশে আপনাদের সহযোগিতা কামনা করছি।
বিবৃতিদাতারা হলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী, মাওলানা আহমদুল্লাহ আশরাফ, মাওলানা আবদুল মুমিন শাইখে ইমামবারী হবিগঞ্জী, মাওলানা শামসুল আলম হাটহাজারী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম চট্রগ্রাম, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা লোকমান হাকিম চট্রগ্রাম, আল্লামা তাফাজ্জুল হক মোহাদ্দেস হবিগঞ্জী, মাওলানা মুনীরুজ্জামান সিরাজী, মাওলানা মাওলানা আবদুল হামীদ পীর সাহেব মধুপুরী প্রমুখ।
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন