হয়ত আপনার আমার সামান্য প্রচেষ্টায় তাঁরা এই শীতে ঠাণ্ডার প্রচণ্ডতা থেকে কিছুটা মুক্তি পাবে।

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১৭ ডিসেম্বর, ২০১৩, ০৮:০১:২৬ রাত

একটি মানবিক অনুরোধ.........

বন্ধুরা !

এই প্রচণ্ড ঠাণ্ডায় হয়ত আপনি নিজেকে সেভ রাখতে নানা প্রস্তুতি নিয়েছেন,কিনেছেন বা কিনবেন শীতের রকমারি পোশাক। কিন্তু আপনার পাশে অনেক অসহায় মানুষ আছে,যাদের হয়ত একটি পোশাকও নেই। নেই ক্রয় করার ক্ষমতা। নেই এই কনকনে শীতে ঠাণ্ডা নিবারনের সামান্য ব্যবস্থা।

বন্ধুরা!

আমরা কি পারিনা , এসকল অসহায় ,অবলা বনি আদমের পাশে একটু সামন্য সাহয্যের হাত বারিয়ে দিতে।

প্লিজ আসুন! একটু ওদের পাশে দাঁড়াই।আপনার আমার অনেকগুলো পোশাক থেকে একটি দিয়ে দিন ওই অসহায় মানুষটিকে।

আপনার সামর্থ্য না থাকলে আপনার সামর্থ্যবান বন্ধুটিকে এ ব্যাপারে উৎসাহিত করুন।

হয়ত আপনার আমার সামান্য প্রচেষ্টায় তাঁরা এই শীতে ঠাণ্ডার প্রচণ্ডতা থেকে কিছুটা মুক্তি পাবে।

রাসুলে কারীম সা. বলেন-যে ব্যাক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করেন না,আল্লাহ পাকও তার প্রতি দয়া প্রদর্শন করেন না।

(আল হাদীস)

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File