হাসিনা-খালেদা ফোনালাফ নাকি চুলা-চুলি
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ৩০ অক্টোবর, ২০১৩, ০৬:২৫:৫৬ সন্ধ্যা
ভাগ্যিস খালেদা-হাসিনা ফোনে আলাপ করছিল।যদি ওরা সামনা-সমানি থাকতো তাহলে সম্ভবত একটার চুল আরেকটা ধরে তারপর ক্ষান্ত হতো।
ছিঃ কি নাজুক অবস্হা আমাদের নেত্রীদের।
এদরে মধ্যে একজন নামাজ পড়ে! আবার কুরআন শরিফও তেলোয়াত করে বলে প্রচার করে! আরেকজন নামাজ-কালাম না পড়লেও আমাদের দেশের কথিত নামদারি ইসলাম পন্হীদের দৃস্টিতে দৃস্টিতে ইসলামের ত্রান কর্তা!
হায়রে বিবেক???
এদের ফোনালাফ শুনলেই বুঝা যায় দেশের প্রতি ওদের কত দরদ।যদিও এখন খালেদা মার্কা ইসলাম পন্হীরা এখন তাদের নেত্রীকে আপোষহীন বক্কর-চক্কর বলে এবং হাসিনা মার্কা হাম্বালীগ ধর্ম্বালীরা তাদের নেত্রী অনেক সহনশীল বক্কর-চক্কর বলে প্রচার করে বেড়ায়!
প্রকৃত অর্থে একজন নিরপেক্ষ দেশপ্রেমিক কোন লোক কে যদি ওদের ফোনালাপের ব্যাপারে তার মন্তব্য জানতের চায় ,সে দিদ্বাহীন ভাবে বলবে-আসলে ওরা দেশ বা জাতির জন্য নয় ,নিজেদের গদি রক্ষা আর গদি দখলের জন্য টেলিফোনে কিছুক্ষন ঝগরাই করেছে ।
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন