ইফতার মাহফিল : প্রধান অতিথি খালেদা জিয়া???

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২২ জুলাই, ২০১৩, ০৪:২১:৫৭ বিকাল

আমাদের কথিত ইসলামী দল গুলোর ইফতার মাহফিলে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম-ওলামা-ইমাম-খতিবরা প্রধান অতিথি না হয়ে খালেদা জিয়া বার বার প্রধান অতিথি হয় কেন??



একটি ধর্মীয় সংগঠনের ইফতার মাহফিলে দেশের সাধারনত বড় বড় আলেম-ওলামা বা ইসলামী চিন্তাবিদরা প্রধান অতিথি হওয়ার কথা।তাহলে উনাদের দৃস্টিতে খালেদাই কি এদেশের সবচেয়ে বড় আলেম??সবচেয়ে বড় চিন্তাবিদ?? হায়রে ইসলাম!!



ইফতার মাহফিল একটি ধর্মীয় অনুষ্ঠান।এখানে সাধারনত দ্বীনি কথা-বার্তা হবে।শরিয়তের মাসয়ালা-মাসায়েল আলোচনা হবে ইহাই স্বাভাবিক।

কিন্তু যে ইফতার মাহফিলে আলেম-ওলামাদের উপস্থিতে প্রধান অতিথির বক্তব্য দেন খালেদা জিয়া বা কোন ফাসেক রাজনীতিবিদ,তখন সে কি আলোচনা করবে আর আমাদের কথিত সেই আলেমরা কি শিখবে তাদের কাছ থেকে।



খালেদা বা কোন ফাসেককে আলেম-ওলামাদের উপস্থিতি অনুষ্ঠানের প্রধান অতিথি বানানো ইহা আমাদের মুসলমানদের জন্য অত্যান্ত লজ্জার বিষয়।

অথচ হাদিসে এসেছে ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কেপে উঠে।

আমাদের আলেমদের বিবেকের দরজা আর কতদিন এভাবে বন্ধ থাকবে??

হে ইসলামী বিপ্লবের স্বপ্ন প্রত্যাশি বন্ধুরা!তোমাদের বিবেককি একবারও প্রশ্ন করে না?

বিষয়: রাজনীতি

২১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File