তাগুতের লেজুরবৃত্তি ছেড়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি টিকতে পারবে না --পীরসাহেব চরমোনাই

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ১১ জুন, ২০১৩, ০২:৩৭:০৩ দুপুর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের জনগণ শান্তি চায়, মুক্তি চায়, নিরাপত্তা চায়, জানমালের হেফাজত চায়। কিন্তু মানবতার শান্তি, মুক্তি ও নিরাপত্তা কোনপথে তা জানে না। ফলে বার বার ক্ষমতার পালা বদল হলেও মানুষ তাদের কাঙ্খিত শান্তি ফিরে পায়নি। দিন যতই যাচ্ছে মানুষ ততই অশান্তির দাবানলে জ্বলছে।

রাজনীতি ও অর্থনীতি এখন চরম সংকটের মধ্য নিপতিত। রাজধানী থেকে শুরু করে মফস্বল শহর পর্যন্ত আজ রাজনৈতিক সহিংসতা চলছে। সরকারের দমন-পীড়নে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের আন্দোলন ক্রমেই সহিংসতায় রূপ নিচ্ছে। ফলে দেশের জনগণের মধ্যে বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা।

এ অবস্থা চলতে দেয়া যায় না। দেশের রাজনীতিতে আজ আমুলপরিবর্তন চায় অধিকাংশ মানুষ।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশের এ অবস্থার সুযোগ নিয়ে একশ্রেণীর বুদ্ধিজীবী পশ্চিমাদের ধার করা মতাদর্শ বাস্তবায়নের সুযোগ খুজছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতি প্রতিষ্ঠা আর নারীদেরকে অধিকহারে ক্ষমতায়ন করলেই নাকি সকল সমস্যার সমাধান হবে বলে তারাপ্রচার করছেন। এজন্য তারা আলেম-ওলামাদেরকে মধ্যযুগীয় সম্বোধন করে নাস্তিকতায় উৎসাহ যোগাচ্ছেন।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, ৯০ ভাগ মুসলমানের এই দেশে নাস্তিকদের কোন থিওরী বাস্তবায়ন করতে দেয়া হবে না। দেশের সকল সমস্যা সমাধানে ইসলাম প্রতিষ্ঠার কোন বিকল্প নেই মন্তব্য করে পীর সাহেব বলেন, একমাত্র ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের আমুলপরিবর্তন করা সম্ভব। সময় এসেছে এদেশকে আমেরিকা-ভারতের মত সামরাজ্যবাদী দেশের হাত থেকে মুক্ত করে সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়া।

গতকাল এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই আরো বলেন, আগুতের লেজুরবৃত্তি পরিহার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে এদেশে ইসলামই হবে একমাত্র শক্তি, যে শক্তিকে কেউ দমাতে পারবে না।

বিষয়: বিবিধ

১৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File