২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করবে- ইসলামী আন্দোলন বাংলাদেশ
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৩ এপ্রিল, ২০১৩, ১২:৩২:৫৬ দুপুর
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকার ইসলামপ্রিয় মানুষের দাবীর প্রতি ভ্রুক্ষেপ না করায় পীর সাহেব চরমোনাই ২৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। দেশব্যাপী জনতার ক্ষোভ প্রশমিত করার কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনতা ২৫ এপ্রিল রাজপথে নেমে আসলে সরকারের ঠেকানোর উপায় থাকবে না। তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, অবিলম্বে ইসলাম ও দেশের স্বার্থে পীর সাহেব চরমোনাইর ৫ দফা দাবী মেনে নিন। নতুবা শোচনীয় ও অপমানজনক পরিণতির জন্য অপেক্ষা করুন।
গতকাল ২২ এপ্রিল বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় কমিটির (মজলিসে আমেলা) জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় নেতা ও নগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক কে এম আতিকুর রহমান, অর্থ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশীদ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী হেমায়েতুল্লাহ, এড. আবদুল মতিন, আলআজ্ব আমিনুল ইসলাম, এড. লুৎফর রহমান, আবু সাঈদ সিদ্দিকী, অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান আরেফী, এড. এ কে এম এরফান খান, মাওলানা নেছার উদ্দিন, মো: বরকত উল্লাহ লতিফ প্রমূখ।
প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আগত নেতাকর্মীদের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য দুই সহস্রাধিক স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া কোন কুচক্রি মহল যাতে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশৃ্খংলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে নির্দেশ দেয়া হয়।
তিনি নাস্তিক-মুরতাদদের শাস্তির আইনসহ ৫ দফা দাবীতে পীর সাহেব চরমোনাই ঘোষিত রোডমার্চ, লংমার্চ ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ওলামায়ে কেরামসহ সর্বস্তরের মানুষের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা কামণা করেন। উল্লেখ্য আগামী ৯, ১০ ও ১১ মে মিয়ানমার অভিমুখে লংমার্চ, ১৭, ১৮ ও ১৯ মে ঢাকা-ভুরঙ্গামারী এবং ৭ ও ৮ জুন ঢাকা-সিলেট রোডমার্চ সফলে প্রস্তুতি পর্যালোচনা করা হয়।##
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন