কন্ঠনালী কে চেপে ধরা যায় বজ্রকন্ঠকে নয়
লিখেছেন লিখেছেন আবাবিল ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩৩:১৫ বিকাল
ক্ষমতাশীন কারোর কন্ঠনালী চেপে ধরতে পারে কিন্তু বজ্র কন্ঠকে নয়। হ্যাঁ হ্যাঁ ইতিহাস আমাদের তাই শিক্ষা দেয়। বজ্রকন্ঠিদের বজ্রপাত মহাকাশ থেকে বায়ুমন্ডল ভেদ করে লুটেরাদের প্রাসাদে আঘাত হেনেছে, ইতিহাস আমাদের তাই শিক্ষা দেয়। যারা আদর্শের লড়ায়ে পরাজিত হয়ে পেশী শক্তির নগ্ন আঘাতে সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলতে চেয়েছে তারাই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে ইতিহাস আমাদের তাই শিক্ষা দেয়।
বজ্রকন্ঠিরা বার বার আত্মপ্রকাশ করে নানান স্থানে নানান নামে। কখনও সে আল- আমিন, কখনও সে আল-সাদিক। একই মানুষ একই কন্ঠ একই ভাবে চির সত্যের উপর অবিচল থাকা।
তোমরা আমার কন্ঠকে চেপে ধরতে পারো কারন আমি শক্তিতে দুর্বল কিন্তু আমার বজ্র কন্ঠকে নয়। আমি বার বার ফিরে আসবো ভিন্ন নামে সত্য কথা বলতে। কারণ সত্য আমাকে বলতেই হবে।
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন