স্মৃতিতে শহীদ বেলাল হোসাইন
লিখেছেন লিখেছেন কাফেলা ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৮:১৭ দুপুর
গত এক বছরে আমরা কত ভাইকে হারালাম। আজও না ফেরার দেশে চলে গেলেন আমাদের প্রিয় ভাই মাওলানা বেলাল হুসাইন। তিনি দারুস সালাম থানা জামায়াতের আমীরের দ্বায়িত্ব পালন করছিলেন। সকালে প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফাসির রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে রাজধানীর পল্লবীতে তিনি পুলিশের হামলায় শাহাদাত বরণ করেন। প্রায় তিন শতাধিক ভাইকে হারালেও বেলাল ভাই আমার প্রথম পরিচিত শহীদ। খুব বেশী দেখা হযনি তার সাথে, মোটে কয়েকদিন কিন্তু যখনই দেখা হতো মনে হতো কত বছরের পরিচিত তিনি। প্রথম ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোবারক হোসাইন ভাই তার সাথে আমার পরিচয় করিয়েছিলেন ১৮ দলের কোন একটা সমাবেশে। এরপর সাংগঠনিক কাজে ২/৩ বার আমাদের বাসায় এসেছিলেন। একবারতো তিনি সহ আরও কয়েকজন দায়িত্বশীল বাসায় থাকাকালীন পুলিশ এসেছিল। যদিও শেষ পর্যন্ত কোন অঘটন ঘটেনি সেই বার। যতটুকু জানতাম বেলাল ভাই এলাকায় থাকতে পারতেন না। পরিবারকে দুরে পাঠিয়ে দিয়েছিলেন তার থেকে। একাই থাকতেন ফেরারী হয়ে আর সংগঠনের দ্বায়িত্ব পালন করতেন। আজ তিনি চলে গেছেন, আল্লাহর দেয়া সর্বোচ্চ পুরুস্কারে ভুষিত হয়েছেন তিনি। জান্নাত তার থেকে আর বেশী দুরে নয়। সেই তো পৃথিবীতে সফল, যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন।
বিষয়: রাজনীতি
১২১৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন