নারীর বয়স
লিখেছেন লিখেছেন লালসালু ২১ মে, ২০১৪, ০৮:২৫:৪৪ সকাল
নারীর বয়স!!
মেয়েদের বয়স আর
ছেলেদের মাইনে,
জিজ্ঞসা করে কখনো
সঠিক উত্তর পাইনে।
মাস্টার্স পাশ মেয়ের দাবী
বয়স মাত্র কুড়ি,
বিশ বছর কমিয়ে বলে
ষাট বছরের বুড়ি!
৯৮ তে এস.এস.সি দিল
দু' সন্তানের মাতা সে,
বলল সেদিন "বয়স কত?
পড়ল সবে আটাশে!"
ছেলে পড়ছে ক্লাস এইটে
মেয়ে পড়ে ফোরে,
ওনার নাকি মাত্র পঁচিশ
কী শোনাইল মোরে!
ওদের হিসেব মিলিয়ে যদি
নিজের বয়স ভাবি,
এখনো আছি মায়ের পেটে
জন্ম নেইনি আভি!!!
বিষয়: সাহিত্য
১১৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিয়ে হয়ে যাবার পর তো বয়স লুকানোর কোন মানে হয় না ।
গ্রামের যে কোন ৪০ উর্ধ্ব মহিলাকে যদি তার বয়স জিজ্ঞাসা করা হয় তখন সবারই একটা কমন বয়স বলার অভ্যাস আছে - ৩৫ বছর ।
তবু তারা খুকী সাজে করে নানান কায়দা।
মন্তব্য করতে লগইন করুন