মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আমার দেশ’র জরুরি সংবাদ সম্মেলন বিকালে
লিখেছেন লিখেছেন এইচ এম ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৪৯:২৬ দুপুর
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নাম ব্যবহার করে ব্লগ ও ই-মেইলে অসত্য ও ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। মাহমুদুর রহমানের নাম ও ছবি ব্যবহার করে ব্লগে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে আদৌ তা তিনি বলেননি এবং প্রকাশ করেননি। একইভাবে তার নাম ব্যবহার করে ই-মেইল করা হচ্ছে। যে আইডি ব্যবহার করে ই-মেইল করা হয়েছে, ওই আইডি তিনি কখনো ব্যবহার করেননি, এখনও করেন না। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যেসব মিথ্যা বক্তব্য প্রকাশ করা হয়েছে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়াসহ পরবর্তী করণীয় নিয়ে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আজ বৃহস্পতিবার বিকাল ০৪টায় এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য তুলে ধরবেন মাহমুদুর রহমানের আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। এতে উপস্থিত থাকবেন আমার দেশ’র নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন