অর্ধেক তার গোশত মাত্র অর্ধেক তার পানি !

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ১৬ জুন, ২০১৬, ০৮:৪৯:৫৬ সকাল



শুনেছি মরুর জাহাজ নামে খ্যাত উটের নাকি পেটে পানি সংরক্ষণ ক্ষমতা অসাধারণ। সঞ্চিত পানি দিয়ে সে দিনের পর দিন তৃষ্ণা মেটাতে পারে। কিন্তু মুরগির ক্ষেত্রে এমন কোন বক্তব্য অন্তত আমি শুনিনি। ঠোঁট দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে যেভাবে তাকে পানি পান করতে হয় তাতে তার পক্ষে পানি সঞ্চয়ের চিন্তা করা অসম্ভবই বটে। তবে একটি বাস্তবতা আমাকে ভাবনায় ফেলেছে। গতকাল ৪কেজি ৩০০গ্রাম ওজনের একটি ব্রয়লার মুরগি কিনেছিলাম। এর আগে ঠিক এ সাইজের কিনেছি বলে মনে করতে পারছি না।

বাসায় নিয়ে আসার পর গৃহিণী বললেন, কেটে আনোনি ? বাসায় তো এটা কাটা সম্ভব না! অভিজ্ঞতা না থাকলে যা হয় আরকি ! ঘামতে ঘামতে আবার দৌঁড়ালাম সেই দোকানে। কিন্তু দুর্ভাগ্য তারা কেটে দেয়ার দায়িত্ব পালন নাকচ করে দিল। কয়েকটি গোশতের দোকানে অনুরোধ করেও লজ্জার সাথে ব্যর্থ হয়ে অবশেষে বাসার কাছাকাছি যে দোকান থেকে নিয়মিত গরুর গোশত কিনি সেখানে গিয়ে সবিনয়ে অনুরোধ করলে খানিক বিলম্ব হবে শর্তে কেটে দিতে সম্মত হলো।

অতঃপর মুরগি যখন কাটা হলো সবাই অবাক, এর পেট ভর্তি পানি ! লোকটি বলেই ফেলল, স্যার, অর্ধেক মুরগি আর অর্ধেক পানি। সবাই যারপরনাই বিষ্মিত, এটা কীভাবে সম্ভব ? অসাধু ব্যবসায়ীদের সিরিঞ্জ দিয়ে ডাব কিংবা অন্য দ্রব্যে পানি পুশ করার কথা শুনেছি, ওজন বাড়ানোর জন্য মুরগির মুখে জোর করে খাবার ঢুকানোর চিত্র দেখেছি কিন্তু মুরগির পেটে এক দেড় কেজি পরিমাণ পানি ঢুকানোর এ বাস্তবতা এই প্রথম অবলোকন করলাম। হায়রে আমাদের নৈতিকতা !

বিষয়: বিবিধ

১২৪২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372123
১৬ জুন ২০১৬ সকাল ০৮:৫৮
শেখের পোলা লিখেছেন : ৯০-৯৫% মুসলীমের দেশের মুরগী কিনা তাই। তার উপর আছে ডিজিটালাইজেশণ। মানুষ টেকনোলজি আয়ত্ব করে ফেলেছে। এটা তারই প্রমান।।
১৮ জুন ২০১৬ সকাল ০৮:১২
309129
ডক্টর সালেহ মতীন লিখেছেন : একেবারে খাঁটি কথা। আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
372125
১৬ জুন ২০১৬ সকাল ১০:১১
হতভাগা লিখেছেন : এটা অনেক পুরনো টেকনোলজি । ওজন বাড়ানোর জন্য মুরগীর পেটে পাথরও দেয় এরা ।

ব্রাজিলের অলিতে গলিতে যেমন নেইমার , রোনালদো , রোমারিওর মত দুনিয়া কাঁপানো ফুটবলার পাওয়া যায় - তেমনি বাংলাদেশের আনাচে কানাচে নাম্মার ওয়ান ২ নাম্মার লোক পাওয়া যায়।
১৮ জুন ২০১৬ সকাল ০৮:১১
309128
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ঠিকই বলেছেন। আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
372128
১৬ জুন ২০১৬ সকাল ১০:২৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : সেই জন্য এইসব ফার্মের মুরগী থেকে 100% হাত দুরে থাকি!
১৮ জুন ২০১৬ সকাল ০৮:১১
309127
ডক্টর সালেহ মতীন লিখেছেন : দূরে থাকলেই তো সমাধান হলো না। আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
372135
১৬ জুন ২০১৬ সকাল ১১:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ, সচেতনতামূলক পোস্টটির জন্য। জাযাকাল্লাহ।
১৮ জুন ২০১৬ সকাল ০৮:১১
309126
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
372176
১৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু! রমাদ্বান মাসেও এদের এই অবস্থা বাকি এগারো মাসে যে কি করে? কল্পনাও কঠিন। আল্লাহ হেদায়াত দিন।
১৮ জুন ২০১৬ সকাল ০৮:১০
309124
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
372184
১৬ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:১৩
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১৮ জুন ২০১৬ সকাল ০৮:১০
309123
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
372213
১৭ জুন ২০১৬ রাত ১২:০৬
দ্য স্লেভ লিখেছেন : আর কত ঘটনা ঘটলে বুঝব যে কিয়ামতের আলামতের ১৬ কলা পূর্ণ হল !!!
১৮ জুন ২০১৬ সকাল ০৮:১০
309122
ডক্টর সালেহ মতীন লিখেছেন : যথার্থই বলেছেন ভাই,আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File