একবার যেতে দে না ....

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০২ মে, ২০১৬, ০৯:২৭:৪১ সকাল



এমনই এক ছোট্ট মাটির ঘরে আমার জন্ম। সে ঘরটি এখন নেই, ভেঙে গেছে। কিন্তু ঘরটির প্রতি আমার মমতা ভাঙেনি একটুও। আজও সে ঘরটির মমতা মাখা ছায়াশীতলতা আর আদর আমাকে আবেগাপ্লূত করে। মহানগরীরর ইট-পাথরের খাঁচায় থেকেও সর্বক্ষণ শান্ত ও নিতান্তই নিরীহ সে ঘরটিকে অবিরাম মনে পড়ে। ঘরটির কর্তী আমার মমতাময়ী মা- তিনিও চলে গেছেন না ফেরার দেশে। তাঁর আঁচলঘেরা অবিরাম স্নেহের সেই বাল্যকাল আমাকে উদাস করে আর শুধুই পিছু ডাকে। শৈশব ও গ্রামের অজস্র স্মৃতির তাড়নায় দুচোখে প্রায়শই অশ্রু ঝরে আর ভেতরে বেজে ওঠে সেই কালজয়ী গানের কথা- একবার যেতে দেনা- আমার ছোট্ট সোনার গাঁয়........।

বিষয়: বিবিধ

১৪২০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367749
০২ মে ২০১৬ সকাল ১০:৩৯
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : ভালো লাগলো @মতিন ভাই।।।।।
০২ মে ২০১৬ সকাল ১১:০৯
305136
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সুপ্রিয় মামুন ভাই, আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার এবং মন্তব্য করার জন্য আপনাকে অনেক দন্যবাদ।
367751
০২ মে ২০১৬ সকাল ১১:১৮
ইয়াফি লিখেছেন : ছবিটাকে নিয়ে ভাবতে ভাল লাগছে।
০২ মে ২০১৬ সকাল ১১:৫২
305139
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।
367752
০২ মে ২০১৬ সকাল ১১:২১
নেহায়েৎ লিখেছেন : আমার গ্রামের বাড়ীর কথা মনে পড়ে গেল। এই আমাদের গ্রাম।
০২ মে ২০১৬ সকাল ১১:৫৩
305140
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অনেক সুন্দর আপনার গ্রাম মাজেদ ভাই।
367758
০২ মে ২০১৬ দুপুর ১২:২৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : একবার নয়, বার বার যেতে ইচ্ছে করে। পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন। ধন্যবাদ।
০২ মে ২০১৬ দুপুর ১২:৪১
305145
ডক্টর সালেহ মতীন লিখেছেন : প্রিয় মাসুম ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
367775
০২ মে ২০১৬ দুপুর ০২:৩৩
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমার ইচ্ছা হচ্ছে এক্ষুনি এই বাড়িটিতে গিয়ে সব দেখে আসি। গাঁ ঘুরে দেখতে আমি খুবই উৎসাহ বোধ করি এমনটি অজ পাড়া গাঁ হলেও। ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ মে ২০১৬ দুপুর ০২:৪৫
305171
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ সুপ্রিয় টিপু ভাই।
367821
০২ মে ২০১৬ রাত ১০:১৭
শেখের পোলা লিখেছেন : আমার জম্মও এমনই এক মাটির ঘরে। তবে উপরে টালি ছিল।। ধন্যবাদ।৷
০৩ মে ২০১৬ সকাল ১১:৪১
305223
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অশেষ ধন্যবাদ আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য।
367840
০২ মে ২০১৬ রাত ১১:২৭
০৩ মে ২০১৬ সকাল ১১:৪১
305224
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ সবুজ ভাই।
367937
০৪ মে ২০১৬ রাত ০২:০৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : চমৎকার বর্ণনা। ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File