নোয়াখালীতে একদিন
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ১৭ এপ্রিল, ২০১৬, ০৪:১১:০৮ বিকাল
গত ৮ এপ্রিল জুমাবার অফিসের কাজে নোয়াখালী অবস্থান করছিলাম। অবশ্য নোয়াখালীতে এটা আমার প্রথম যাওয়া নয়, একই ধরনের অফিসিয়াল কাজে ইতোপূর্বে আরো দুবার সেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। জুমার নামায পড়ি নোয়াখালী জিলা স্কুলের একটু দক্ষিণে রাস্তার পশ্চিম পাশে অবস্থিত মসজিদে। সম্মানিত ইমাম সাহেবের খুতবাপূর্ব দারসে অামার দৃষ্টি আকৃষ্ট হলো। আকর্ষণের বিষয়বস্তুটা এমন যে, অত্যন্ত মনোযোগের সাথে শুনলেও তিনি কী বলছেন তা আমার সঠিক বোধগম্য হচ্ছে না। শুধু বাক্য শেষে উচ্চারিত ‘বুঝঝেননি ‘-টাই আমি বুঝতে পারছি।
ক‘দিন ধরে আমাদের পুত্র রাতিব রিদওয়ান মোবাইলের একটি ভিডিও খুব উপভোগ করছে। সেটি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ধারণকৃত একটি রম্য ইন্টারভিউ- যেখানে এক চাকুরীপ্রার্থী ইন্টারভিউ বোর্ডের প্রশ্নকর্তার ‘প্রথমবার এসএসসি ফেল করার কারণ কী’ প্রশ্রের জবাবে বলছে ‘হেইলিওর ইজ দি হিলার অব হাকসেস-মানে সাকসেস’। আমার কাছে মনে হচ্ছিল সে রকম কোন পরিবেশে বোধ হয় পড়েছি। বিষ্ময়ের সাথে আমি ইমাম সাহেবের বয়ান শ্রবণ করতে থাকি। কিছুক্ষণ পর বয়ান শেষে সানি আযান হলো। তবে আযান বুঝতে আমার কোন অসুবিধা হয়নি কারণ সেটা বাংলায়ই দেয়া হয়েছে।
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা নোয়াখাইল্যাদের মূদ্রা দোষ। প্রতি শব্দের আগে পরে 'বুইঝেঝননি ' বলতেই হবে।
আপনার খবর আছে
রমজান উপলক্ষ্যে ব্লগ আয়োজনের সর্বশেষ পর্বে পোস্ট করার জন্য আপনার লেখাটি প্রস্তুত করে নিন।
প্রবাসে রোজা পালন- দ্যি স্লেভ, রাইয়ান, প্যারিস থেকে আমি, তবুওআশাবাদী, সন্ধাতারা
রোজার অনুশীলন কিভাবে সারাবছর জাগ্রত রাখা যায়- ডক্টর সালেহ মতিন
রামাদান সম্পর্কিত হাদীস সমূহ- শাহাদাৎ হোসাইন নবী নগর
শবে কদর- এলিট
সদকায়ে ফিতর- প্রবাসী আব্দুল্লা শাহিন
মন্তব্য করতে লগইন করুন