থাপড়িয়ে দাঁত ফেলে দেয়া আসলেই কি সম্ভব ?

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ১২ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৮:৩০ সকাল

কথায় কথায় অনেককেই বলতে শোনা যায়, ‘থাপড়িয়ে তোর দাঁত ফেলে দিব।’ কেউ কেউ আবার একটু অগ্রসর হয়ে নিজের সক্ষমতার মাত্রা সন্দেহাতীত করতে হুঁশিয়ারী দিয়ে থাকেন, ‘থাপড়িয়ে তোর সবগুলো দাঁত ফেলে দিব।’ সবাই জানে মানব সন্তানের সবগুলো দাঁত মানে হলো ৩২টি দাঁত। কথিত প্রক্রিয়ায় দাঁত ফেলানোর সক্ষমতা নিয়ে পূর্বে কখনো প্রশ্ন না তুললেও কয়েকদিন ধরে এ প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুর ঘুর করছে। এত বড় অসম্ভব একটি বিষয় অনায়াসে আদম সন্তানেরা কীভাবে উচ্চাারণ করে ?

এ অধমের নিচের মাড়ির একেবারে সুস্থ্য ও সক্ষম ৮নং দাঁতটি পাশের দাঁতের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে ফেলে দেয়া আবশ্যক হয়ে পড়ল। আমার অভিজ্ঞ ডেন্টিস্ট প্রায় ২সপ্তাহ পরে ছুটিরে দিনে সিরিয়াল নির্ধারণ করলেন। নির্ধারিত তারিখের ৩দিন আগে থেকে শক্তিশালী ২ প্রকার ঔষধও খেতে বললেন। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট দাঁতের বসবাস এরিয়া অবশ করতে ৫/৬টি ইনজেকশন দিলেন। আরো কয়েক প্রকার ঔষধ দিয়ে সম্ভবত দাঁতের গোড়া নরম করলেন। অতঃপর একজন সার্বক্ষণিক সহকর্মী ও একটি অত্যাধুনিক সাঁড়াশিসহ আরো কয়েকপ্রকার যন্ত্রপাতির সহায়তায় নিজের প্রায় সমস্ত শক্তি প্রয়োগ করে ৪০ মিনিটের মাথায় দাঁতটি তিনি উপড়াতে সক্ষম হলেন। অবশ করা সত্ত্বেও সরাসরি ব্যাথা না পেলেও কিছুটা ব্যাথার সাথে পুরো প্রক্রিয়া অনুভব করেছি। ব্যাপারটি আসলে সহজ নয়।



২০০৬ সালের এই ডিসেম্বরেই সড়ক দুর্ঘটনাজনিত কারণে আমার আরো ২টি দাঁত বিসর্জন দিতে হয়েছিল। সেটা ছিল সম্মুখভাগের উপরের দাঁত। তখন দাঁত উপড়ানোর কাঠিন্য সম্পর্কে তেমন একটা ভাবিনি। কিন্তু এবারের দাঁতটি ফেলতে গিয়ে বিষ্ময়ের সাথে অনুধাবন করলাম থাপড়িয়ে দাঁত ফেলানো কখনই সম্ভব নয়। হয়ত থাপড়িয়ে দাঁত ফেলে দেয়া হুমকিদাতারা কথার কথা হিসেবে ওটি বলে থাকেন- কিন্তু এত অসম্ভব একটি বিষয় কীভাবে আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে অনুপ্রবেশ করল তা নিয়ে একটি গবেষণার প্রয়োজন আছে বলে মনে করছি।

বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353626
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হে বাঙ্গালী জাতি, তোমরা লিখাটি পড় এবং ভবিষ্যতের জন্য সাবধান হও ।
কেউ ভুলেও ঐ কথা আর বলতে যেওনা । Big Grin
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০২
293577
ডক্টর সালেহ মতীন লিখেছেন : জাতির জন্য সাবধানকরিী হে প্রিয় বাহার ভাই, মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
353628
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


"
353630
১২ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

থাপড়িয়ে যে "দাঁত" ফেলে দেবার কথা বলা হয় আপনি সেটা চিনতে ভুল করেছেন!!

ওই "দাঁত" এই "দাঁত" নয়-
ওটা ক্ষমতা ও দম্ভের "দাঁত"-
এক থাপ্পড়ে ৩২ কেন ৬৪টাও ঝরে পড়ে!!

আল্লাহতায়ালা আপনার ৩২দাঁতের (আমার ধারণা- এখন গুণলে ২৭ হবে) হেফাজত করুন!!
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০২
293578
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সুপ্রিয় আবু সাইফ ভাই মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
353632
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বক্সার দের দাঁত ঘুষিতে পড়ে যাওয়ার রেকর্ড আছে! এখন তাই সব ধরনের বক্সিং এ টুথ গার্ড পড়তে হয়।
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৪
293596
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সবুজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৫৭
293723
egypt12 লিখেছেন : নাহ আমার দাঁত এখনও ঠিক আছে Tongue
353635
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩২
egypt12 লিখেছেন : সালেহ ভাই সামনে দাঁতের সমস্যা হলে টুথ গার্ড ছাড়া সবুজ ভাইয়ের কাছে গেলেই বোধহয় টাকা আর লাগবে না। Big Grin
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৪
293595
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ভালো কথাই বলেছেন ভাই, সবুজ ভাইয়ের সাথে দেখি যোগাযোগ করার চেষ্টা করব। ভালো থাকবেন।
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪৬
293689
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার লাগলে যোগাযোগ করেন ইজিপ্ট!!
353639
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৩
জেদ্দাবাসী লিখেছেন : আমারও নিছের আখেরের একটা সুস্ত দাত মিশরি ড়াক্তার উপড়ে ফেলে দিয়েছিলেন। ড়াক্তারের কান্ড দেখে জাহান্নামের নিষ্টুর ফেরেস্তাদের কথা মনে পড়ে গিয়েছিল। সুরা ফালাক পড়তে পড়তে খুব কষ্টকর অভিজ্ঞতা অর্জন করেছিলাম। আলহামদুলিল্লাহ পরবর্তিতে বাংগালি ড়াক্তারের একটা ড়্রেসিং নিয়ে পূর্ন সুস্ত করেছেন আল্লাহ।
জাজাকাল্লাহ খায়ের


১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৫
293597
ডক্টর সালেহ মতীন লিখেছেন : তাহলে বুঝা গেল এ রেওয়াজ তাহলে দুনিয়া জুড়ে! ধন্যবাদ আপনাকে।
353647
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৪৬
দ্য স্লেভ লিখেছেন : থাপড়িয়েও দাত ফেলা যায়,তবে দাতগুলো নড়বড়ে হতে হবে Happy
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৫
293598
ডক্টর সালেহ মতীন লিখেছেন : চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
353659
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:২৮
হতভাগা লিখেছেন : এসব কথার কথা
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৭
293739
ডক্টর সালেহ মতীন লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
353662
১২ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৪১
আফরা লিখেছেন : থাপড়িয়ে তোর দাঁত ফলা যায় না তবে থাপ্পরটা যদি তেমন হয় সমস্যা হতেই পারে ।ধন্যবাদ
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৪৮
293740
ডক্টর সালেহ মতীন লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০
353668
১২ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:০৮
আহমদ মুসা লিখেছেন : মানুষের দাঁত যে কতো বড় আল্লাহর নেয়ামত তা যারা দাঁতের সমস্যায় আক্রান্ত হয়নি তাদের পক্ষে হয়তো অনুধাবন করা কিছুটা জটিল। কিন্তু আমাদের মধ্যে যেসব মানুষ রাসুল (সা) এর সেই হাদিসটি পড়েও শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি না তাদের মতো অকৃতজ্ঞ এবং অলস বোধহয় আল্লাহর দুনিয়াতে মেলা ভার। রাসুল (সা) এর সংশ্লিষ্ট হাদিসটিতে পাঁচটি উপদেশমূলক বাণী রয়েছে যার অন্যতম একটি বাণী হচ্ছে “তোমরা অসূস্থ্য হওয়ার আগে শারিরিক সূস্থ্যতা বা সক্ষমতাকে গুরুত্ব দাও”। মুহতারাম ডক্টর সালেহ মতিন ভাইয়া দন্ধানের জটিল সমস্যায় ভোগলেও তিনি আমাদের কাছে বিষয়টি যথেষ্ট উপভোগ্য করে লিখেছেন। উপস্থানও করেছেন অনেকটা রম্য স্টাইলে। মহান আল্লাহ তায়ালা এখনো আমাকে এই সমস্যা দিয়ে পরীক্ষায় ফেলেননি। তাই আল্লাহর কাছে দোয়া করছি ডক্টর সালেহ মতিন ভাইয়ের অবশিষ্ট দাঁতগুলো যেন আজীবন ভাল থেকে সুস্থ্য সার্ভিস দেয় এবং আমাকেসহ যারা এই সমস্যা আক্রান্ত হয়নি তাদের সবাইকেই সুস্থ্য রাখার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি।
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৩
293741
ডক্টর সালেহ মতীন লিখেছেন : মহান আর্লাহ আপনার দোয়া কবুল করুন।
১১
353682
১২ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
সন্ধাতারা লিখেছেন : Salam respected brother. Jajakallah for your excellent writing.
১৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৫
293742
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আমার ব্লগ কুটিরে বেড়াতে আসার জন্য অনেক ধন্যবাদ। সাথে থাকবেন আশা করি।
১২
353891
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।

প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৪০
293858
ডক্টর সালেহ মতীন লিখেছেন : জী গাজী ভাই, আপনার সমুদয় বক্তব্যের সাথে আমি একমত। কেউ আসুক আর না আসুক আমি আসব এই হোক আমাদের প্রতিজ্ঞা। ভালো থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File