১ গ্লাস ডাবের পানি ৫০ টাকা, 7up ১৫ টাকা : একটি প্রস্তাব

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০৬ ডিসেম্বর, ২০১৫, ০১:২৭:১৫ দুপুর



ঢাকায় ৫০ টাকায় যে ডাব পাওয়া যায় ভাগ্য ভালো হলে তাতে ১ গ্লাস পানি হতে পারে। পক্ষান্তরে এখানে ১ লিটার 7up বা এ জাতীয় অন্যান্য কোমল পানীয়র দাম ৬০ টাকা যাতে ৪ গ্লাস পানীয় হবেঅর্থাৎ ১ গ্লাস 7up এর দাম পড়লো ১৫ টাকা। চিত্রটি বেমানান মনে হয় বরং এর উল্টোটা হতে পারত। একটির উৎপাদনে কোন মেশিনারিজ কিংবা কাঁচামাল প্রয়োজন হয়না, অন্যটির সবই প্রয়োজন। অবর্শ প্রাকৃতিক পানীয় হিসাবে ডাবের পানির সাথে কয়েক গুণনের কৃত্রিম পানীয় কখনই তূল্য নয়। ডাবের এই অস্বাভাবিক দামের পেছনে মূল কারণ হলো চাহিদার তুলনায় সরবরাহ কম। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে দেড় কোটি জনতার আবাস এই ঢাকায় ডাব আসতে পরিবহণ ব্যয় পড়ে যায় অনেক বেশি।

পেশাগত কারণে মহানগরীর শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন এলাকার দক্ষিণ ও পশ্চিম পাশের রাস্তা দিনে ২ বার আমাকে অতিক্রম করতে হয়। বিশাল এ এলাকা পার হবার সময় একজন উন্নয়ন গবেষক হিসাবে আমার মধ্যে কিছু চিন্তার জন্ম দিয়েছে যা আজ একটি প্রস্তাব আকারে সুপ্রিয় ব্লগার ভাই-বোনদের সাথে শেয়ার করছি।

জাতীয় সংসদ ভবন এলাকার চতুর্পার্শ্বে ২ বা ৩ সারি নারিকেল গাছ লাগানো যেতে পারে। এই হাজার হাজার নারিকেল গাছ মহানগরীর বাসিন্দাদের ডাবের চাহিদা পূরণ করবে। এ ছাড়াও এতে সংসদ ভবন এলাকার সীমানা সুরক্ষিত হওয়ার পাশাপাশি এলাকার প্রাকৃতিক দৃশ্য আরো শোভনীয় হবে এবং এখান থেকে প্রতি বছর সরকারের কয়েক শ’ কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব। এ লাভজনক সহজ প্রকল্পটি হাতে নেয়া যায় কিনা জনস্বার্থে জাতীয় সংসদই তা ভেবে দেখতে পারে।

অবশ্য অনেকেই মনে করতে পারেন- যে সংসদের অর্ধেকের বেশি সদস্য বিনা ভোটে এবং বাকী সদস্যরা এমন বিতর্কিত ও কলঙ্কিত ভোটে নির্বাচিত দেশপ্রেমী ও দায়িত্বশীল সাংবাদিক ভাইদের ক্যামেরায় যে ভোটের দিন ভোটারবিহীন বহু ভোট কেন্দ্রের বারান্দায় কুত্তা-বিলাইয়ের আরাম শয়নের ছবি জাতি লক্ষ্য করেছে সে সংসদ জাতির প্রতি দায়িত্বশীল হবে এমন ভাববার কোন কারণ নেই। কিন্তু আমি মনে করি এ সংসদও জাতিকে ভালো কিছু উপহার দিতে পারে।

নির্বাচন নিয়ে যতই বিতর্ক ও কলূষতা থাকুক- সংসদ সীমানার এই নিষ্কলূষ মাটি নগরীর ডাবের চাহিদা পূরণের মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা ও ঋণ কিছুটা পরিশোধ করলে ক্ষতি কী ?

বিষয়: বিবিধ

১৮০৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352874
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

প্রস্তাবটি ভালো, যথাযথ স্থানে পেশ করা যেতে পারে!

০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৫
292946
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অনেক ধন্যবাদ প্রিয় আবু সাইফ ভাই।
352877
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২৯
আবু জারীর লিখেছেন : খুবই সুন্দর প্রস্তাব। রক্ষনাবেক্ষনের দায়িত্ব দিতে হবে চাষিদের। প্রয়োজনে তাকেরকে ভর্তুকি দিতে হবে। শুধু সংসদ ভবনের চতুর্দিকেই নয় বরং সকল রাস্তার ডিভাডার এবং পার্ক এবং লেক গুলোর একটা অংশো এজন্য বরাদ্দ রাখা যেতে পারে।
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩০
292948
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ আবু জারীর ভাই মন্তব্যের জন্য।
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:১১
293005
মোহাম্মদ রিগান লিখেছেন : মাথায় ডাব পড়লে?Don't Tell Anyone
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:২০
293006
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সুপ্রিয় রিগান ভাইকে বলছি, না গাছ তো সেফ সাইডে থাকবে, জন চলাচলের রাস্তা তেকে নিরাপদ দূরত্বে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ।
৩১ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৩০
295454
আবু জারীর লিখেছেন : যার মাথায় ডাব পরবে সে বিনা মূল্যে ঐ ডাবের পানি পান করে ফেলতে পারবে।

জীবনে কারো মাথায় ডাব পরেছে বলে শুনিনি।
352881
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশের উপকূলবর্তি অঞ্চলে সরকারি খরচে ঝাউগাছ এর বদলে নারিকেল এবং কেওরার মত গাছ লাগালেও অনেক প্রয়োজন মিটত। এক সময় চট্টগ্রাম শহরেই কয়েকটি পরিবার দেখেছি যারা শুধু নিজের আঙ্গিনায় লাগান নারকেল গাছ থেকে জিবিকা নির্বাহ করত। ১৯৯১ সালের প্রবল ঘুর্নিঝড় ও জলোচ্ছাস এর পর দেখেছি একেবারে সমুদ্রতিরে থাকা নারকেল গাছগুলি বেঁকে গেছে কিন্তু উপড়ে যায়নি।
০৬ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৯
292966
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সুপ্রিয় সবুজ ভাই,মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যথার্থই বলেছেন আপনি।
352892
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৮
গোলাম মাওলা লিখেছেন : হা হা হা, মজার প্রস্তাব
০৬ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:৫০
292967
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ।
352948
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫২
শেখের পোলা লিখেছেন : আপনার পরামর্শে যুক্তি আছে তবে উপকৃত জনগনও হবেনা আর রাজস্যও আসবেনা৷ উপকৃত হবে ন্যাম ভবন আর রাজস্য পাবে ছাত্র লীগ৷
০৭ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:৫৮
292995
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ ভাইজান মন্তব্যের জন্য। উপযুক্ত কথাই আপনি বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File