ঘুম ভাঙ্গা কামড়াকামড়ি
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ১৯ আগস্ট, ২০১৫, ১০:৩৫:৫৬ সকাল
রাত তখন প্রায় ২টা বাজে। বাসার সবাই ঘুমিয়ে। নিয়মিত অধ্যয়নের অংশ হিসেবে টেবিলে বসে পড়ছি তবে সারাদিনের ক্লান্তিজনিত কারণে ঘুমের সাথে অনেকটা যুদ্ধই করতে হচ্ছে। তবু নিস্তার নেই কারণ কালই গুরুত্বপূর্ণ ক্লাসের প্রস্তুতি এটি। কিছুটা ভীতির সাখে শুনতে পেলাম পাশের রাস্তায় ৫/৬টি কুকুর বিকট আওয়াজে কামড়াকামড়ি করছে। কাতর আওয়াজে স্পষ্ট বুঝা যাচ্ছিল কোন কোনটা নিষ্ঠুর আক্রমণের শিকার হচ্ছে। একটু অস্বাভাবিকই মনে হলো। এ রকম কয়েক রাত আমি লক্ষ্য করছি তাদের এই আওয়াজে ভীতির সাথে অনেকেরই ঘুম ভেঙ্গে যাচ্ছে। হঠাৎ করে পাশের রুম থেকে ছেলের আওয়াজ শুনে গিয়ে দেখি সে ভয়ে তার মাকে জড়িয়ে ধরছে, মায়েরও ঘুম ভেঙ্গে গেছে। ছেলের মা জিজ্ঞাসা করল, ওরা এমন করছে কেন ?
আমি বললাম এ আর এমন কী! প্রতিদিনই তো পেপার খুললেই এমন কামড়াকামড়ির খবর পাই। কামড়াকামড়িতে নিজেরাই নিহত হচ্ছে। রাতের এ ঘটনায় তো সামান্য কারো ঘুম ভেঙ্গে যাচ্ছে, দিনের কামড়াকামড়িতে তো স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে অনেকেরই, মায়ের বুক খালি হচ্ছে। এমনকি মায়ের গর্ভের শিশুটিও নিরাপত্তা পাচ্ছে না, গুলিবিদ্ধ হচ্ছে। এমন আহাজারি কি আজ আকাশে বাতাসে শুনতে পাও না ?
আর ভালো লাগল না পড়তে। বইগুলো বন্ধ করে সাথে সাথে ঘুমিয়ে গেলাম- কারণ আযান হলেই আবার বিছানা ছাড়তে হবে।
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে, " ভাদর মাসের গরমে কুত্তা পানিতে পড়ে"। ওরা মনে হয় পানি না পেয়ে কামড়াকামড়ি করছিল...
ভাই সারাদিন অফিস করে এত রাত পর্যন্ত জেগে থাকেন কি করে ?
আলহামদুলিল্লাহ, ঘুমানোর সুযোগ পেলেন..
মন্তব্য করতে লগইন করুন