স্থায়িত্বের রকমফের
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০৮ জুলাই, ২০১৫, ১০:৫৩:৩৮ সকাল
ছবি দুটির প্রথমটি অর্থাৎ ফ্যানটি ১৯৯৩ সালে আমার বিশ্ববিদ্যালয় জীবনের ২য় বর্ষে থাকাকালে নিজের পয়সায় কেনা হয়েছিল। এশিয়া কোম্পানীর এ ফ্যানটির বয়স এখন ২২ বছর পার হয়ে গেছে। পাখাগুলোর ২/১ জায়গায় একটু রং চটে যাওয়া ছাড়া এটাতে আর কোন সমস্যা দেখা দেয়নি। প্রায় ২ যুগ সহীহ সালামতে সার্ভিস দেয়ার কারণে সবাই এর প্রশংসা করছে। এমনকি আমার অতি রুচিশীল স্ত্রী ডাইনিং কক্ষের জন্য এই ফ্যানটিকেই চয়েজ করেছে। আমার ফ্যামেলিতে বর্তমানে এটি একরকম দর্শনীয় বস্তুর মতো হয়ে গেছে।
পক্ষান্তরে ২য় ছবিটি (কমলা) এ বছর মার্চের ১৫ তারিখে খরিদ করা হয়। ১ ডজন কমলার মধ্যে ঘটনাক্রমে এ কমলাটি না খাওয়া রয়ে যায়। আজ প্রায় ৪ মাস পার হলেও কমলাটি একটু শুকিয়ে যাওয়া ছাড়া এটি মোটেও নষ্ট হয়নি। ফ্যানটি দীর্ঘ মেয়াদী সার্ভিস দেয়াতে প্রশংসা কুড়ালেও কমলাটির এই ৪ মাস অক্ষত থাকা (আরো কতদিন এটি টিকে থাকে তা দেখার অপেক্ষায় আছি) কেউ ভালোভাবে নিচ্ছে না। ইতোমধ্যে আমার ঘরে কমলার প্রবেশ নিষিদ্ধ হয়েছে। সবার বিষ্মিত জিজ্ঞাসা- কমলা কীভাবে এতদিন নষ্ট না হয়ে থাকতে পারে ! নিত্য ব্যবহার্য এ দুটি পণ্য সম্পর্কে লোকদের দু’রকম মনোভাব আপনারা কীভাবে মূল্যায়ন করবেন?
বিষয়: বিবিধ
১৪৫৪ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেখানে কি ফরমালিনের জাকজমক ব্যাবসা আছে?
জদি থাকে তাহলে তো উত্তর সহজ!
তবে আমার মনেহয় ফরমালিন নামক কালপ্রিটই দায়ি আপনার কমলাকে জীবন্ত রাখার জন্য। ফরমালিনকে বেত দিয়ে মাইর দিন দেখবেন সব সুর সুর করে বলে দিবে। হাহাহাহাহা
৬ রংগের পতাকাতলে আরাম করুন। হাহাহাহা
ওনার পোস্ট পড়ে আমার সুধু হাসি পায়। হাহাহাহা
তুমি আমাকে তোমার ব্লগে ব্লক দিয়েছে কেন
আজকে রাতে পিটু মাফ নাই
এই ফলটা কমলা না হযে যদি হয় সত্যজিত রায় এর ম্যাকেঞ্জি ফ্রুট হয়!!!
অতি পন্ডিত এর কথার উত্তর দেওয়া দরকার। সেটা হচ্ছে এই জাতের কমলা সাধারনত ভারত ও ভুটান থেকে আমদানি করা হয়।
মন্তব্য করতে লগইন করুন