স্থায়িত্বের রকমফের

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০৮ জুলাই, ২০১৫, ১০:৫৩:৩৮ সকাল





ছবি দুটির প্রথমটি অর্থাৎ ফ্যানটি ১৯৯৩ সালে আমার বিশ্ববিদ্যালয় জীবনের ২য় বর্ষে থাকাকালে নিজের পয়সায় কেনা হয়েছিল। এশিয়া কোম্পানীর এ ফ্যানটির বয়স এখন ২২ বছর পার হয়ে গেছে। পাখাগুলোর ২/১ জায়গায় একটু রং চটে যাওয়া ছাড়া এটাতে আর কোন সমস্যা দেখা দেয়নি। প্রায় ২ যুগ সহীহ সালামতে সার্ভিস দেয়ার কারণে সবাই এর প্রশংসা করছে। এমনকি আমার অতি রুচিশীল স্ত্রী ডাইনিং কক্ষের জন্য এই ফ্যানটিকেই চয়েজ করেছে। আমার ফ্যামেলিতে বর্তমানে এটি একরকম দর্শনীয় বস্তুর মতো হয়ে গেছে।

পক্ষান্তরে ২য় ছবিটি (কমলা) এ বছর মার্চের ১৫ তারিখে খরিদ করা হয়। ১ ডজন কমলার মধ্যে ঘটনাক্রমে এ কমলাটি না খাওয়া রয়ে যায়। আজ প্রায় ৪ মাস পার হলেও কমলাটি একটু শুকিয়ে যাওয়া ছাড়া এটি মোটেও নষ্ট হয়নি। ফ্যানটি দীর্ঘ মেয়াদী সার্ভিস দেয়াতে প্রশংসা কুড়ালেও কমলাটির এই ৪ মাস অক্ষত থাকা (আরো কতদিন এটি টিকে থাকে তা দেখার অপেক্ষায় আছি) কেউ ভালোভাবে নিচ্ছে না। ইতোমধ্যে আমার ঘরে কমলার প্রবেশ নিষিদ্ধ হয়েছে। সবার বিষ্মিত জিজ্ঞাসা- কমলা কীভাবে এতদিন নষ্ট না হয়ে থাকতে পারে ! নিত্য ব্যবহার্য এ দুটি পণ্য সম্পর্কে লোকদের দু’রকম মনোভাব আপনারা কীভাবে মূল্যায়ন করবেন?

বিষয়: বিবিধ

১৪৫৪ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329116
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:১৯
জ্ঞানের কথা লিখেছেন : কমলাটি কোন মার্কেট থেকে কিনেছেন?
সেখানে কি ফরমালিনের জাকজমক ব্যাবসা আছে?
জদি থাকে তাহলে তো উত্তর সহজ!

তবে আমার মনেহয় ফরমালিন নামক কালপ্রিটই দায়ি আপনার কমলাকে জীবন্ত রাখার জন্য। ফরমালিনকে বেত দিয়ে মাইর দিন দেখবেন সব সুর সুর করে বলে দিবে। হাহাহাহাহা
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩০
271363
অপি বাইদান লিখেছেন : কমলাটি নিশ্চয় জাপান, সিঙ্গাপুর অথবা এমেরিকার মার্কেট থেকে কেনা হয় নি। এটি অবশ্যই মুমিন মুল্লুকের মার্কেট থেকে এসেছে।
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৫
271373
ডক্টর সালেহ মতীন লিখেছেন : জী ভাইজান, মূলত এ কথাই আমি বুঝাতে চেয়েছি যে, ফরমালিনের মাত্রা কী পরিমাণ থাকলে এ স্থায়িত্ব/আশীর্বাদ লাভ করতে পারে ঐ কমলাটি!মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৩৭
271378
জ্ঞানের কথা লিখেছেন : বাংলাদেশে কি হিন্দু কম আছে ফলব্যাবসায়ী হিসেবে @অপিগে ?
৬ রংগের পতাকাতলে আরাম করুন। হাহাহাহা
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:০৩
271393
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : নিউ নিকে আবার বান্দা হাজির। আচ্ছা অপি বাইজান ইউরোপে তো আপনার পেয়ারা ইহুদি,নাস্তিকগণ বিজনেস নিয়ন্ত্রণ করে তাইনা? আচ্ছা তারা যে গরু বলে দীর্ঘদিন ঘোড়ার গোস্ত মানুষকে খাইয়েছে সেই ঘোড়া কি মুমিনরা মিডল ইস্ট থেকে সাপ্লাই দিত? ইহুদি কোম্পানি ম্যাগী নুডুলসে সীসা কি মুমিনরা ভরছে? ভারত কেন ম্যাগীর বিরুদ্ধে ব্যাবস্হা নিচ্ছে, ভারত কি মুমিনরা চালায়, নাকি উগ্র বিজেপি? এর আগে শিশুখাদ্যে আই মিন গুড়োদুধে ম্যালামাইন পাওয়া গেল সেসব গুড়ো দুধগুলো তো মুমিনরা বানাত তাইনা?? বলদের জ্ঞান দেখলে মেজাজ খারাপ হয়।
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:১১
271397
জ্ঞানের কথা লিখেছেন : সে তো বলদ! না সে তো বলদী হবে। হাহাহাহা সে একজন জ্ঞানের জ্বলন্ত আংগার যা হাতে নেবার আগেই হাত পুরে যায় দেখার আগেই চোখ নষ্ট হয়। হাহাহাহা

ওনার পোস্ট পড়ে আমার সুধু হাসি পায়। হাহাহাহা
329119
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:২৩
অপি বাইদান লিখেছেন : মাত্র চার মাস!! ফলে আছে ফরমালিন.....
০৮ জুলাই ২০১৫ দুপুর ০৩:১৭
271435
ছালসাবিল লিখেছেন : এই ডারলিং ডাডারররলিলিংং Love Struck Love Struck

তুমি আমাকে তোমার ব্লগে ব্লক দিয়েছে কেন Smug Smug

আজকে রাতে পিটু মাফ নাই Smug Smug Waiting
329123
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৪৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : ফরমালিনযুক্ত কমলা!
০৯ জুলাই ২০১৫ সকাল ০৮:৫৪
271567
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
329128
০৮ জুলাই ২০১৫ সকাল ১১:৫৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ধানমন্ডি কলাবাগান মাঠের সামনে প্রতিবছর বিশাল প্যান্ডেল টাঙ্গিয়ে ফরমালিনমুক্ত রাজশাহীর আম বিক্রি করা হয়। মানুষজন হুমড়ি খেয়ে সেই আম কিনে। যেহেতু ফরমালিনমুক্ত তাই দামও বেশি। সেদিন হটাৎই ভ্রাম্যমান আদালত সেখানে যায় তাদের আম পরীক্ষা করতে ভ্রাম্যমান আদালত এর লোক দেখামাত্রই তারা আম ফেলে দৌড়ে পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত আমগুলো পরীক্ষা করে মাত্রাতিরিক্ত ফরমালিনের অস্তিত্ব পায় সেই আমে। এরপর বুলডোজার দিয়ে আমের উপর তান্ডব চালায় Happy এই হল ফরমালিনমুক্ত আমের রহস্য।
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:০০
271392
জ্ঞানের কথা লিখেছেন : হাহাহা আদা ঘন্টা ধরে হাসতে থাকলাম আপনার এই মনমতানো নিউজের জন্য।
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:০৩
271395
ফাতিমা মারিয়াম লিখেছেন : মন্তব্য করলো ১১:৫৪ তে আপনি জবাব দিলেন ১২:০০টায় আধা ঘণ্টা হাসলেন ক্যামনে?
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:১৩
271398
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : উহু! ফাতিমা আপি তুমি বুঝই নি, জ্ঞান ভাইয়া আধা ঘন্টা হাসেনি, আদা ঘন্টা হেসেছে।Don't Tell Anyone
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:১৩
271399
জ্ঞানের কথা লিখেছেন : আমিতো লিখেছি "আদা ঘন্টা ধরে হাসতে থাকলাম" ১২:০০ শুরু ১২:৩০ এ শেষ হবে। হাহাহাহা
০৮ জুলাই ২০১৫ রাত ১১:২২
271526
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ফ্রমালিন আদালত এর ফ্রমালিন টেস্ট এর যন্ত্রটা নিজেই যে নষ্ট!!!
০৯ জুলাই ২০১৫ সকাল ০৮:৫৫
271568
ডক্টর সালেহ মতীন লিখেছেন : চমৎকার তথ্য দিলেন ভাইজান, এটাই আমাদের সমাজের বাস্তবতা। মন্তব্যের জন্য ধন্যবাদ।
329133
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ
329156
০৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:২২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কমলাটি রেখে দেন বছর পুরালে জাদুঘরে দিয়ে দিবেন।
০৯ জুলাই ২০১৫ সকাল ০৯:০০
271569
ডক্টর সালেহ মতীন লিখেছেন : যথার্থই বলেছেন সুপ্রিয় বাহার ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া চাই।
329182
০৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
শেখের পোলা লিখেছেন : ওটি আর কমলা নেই, কমলার মমী৷দেশ এখন ফরমালীন ময়৷ শুধু কমলা নয় সবের মাঝেই পাবেন তার অস্তিত্ব৷
০৯ জুলাই ২০১৫ সকাল ০৯:০১
271570
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ।
329199
০৮ জুলাই ২০১৫ রাত ০৮:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কমলার গবেষণা কমলা হই হুল্লোড়!!! বেশি রোদে শুকিয়ে গেলেও এমন হবার সম্ভাবনা।
০৯ জুলাই ২০১৫ সকাল ০৯:০২
271571
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
329218
০৮ জুলাই ২০১৫ রাত ১০:০৮
এলিট লিখেছেন : সবই বুঝলাম। তবে একটা জিনিস বুঝতে পারছি না। আপনার লেখাতে "প্রায় চার মাস" কথাটি থাকতে পারত। তা না হয় একেবারে নিখুত তারিখ রয়েছে। আপনি কত তারিখে কমলা কিনেছেন সেটা নিখুতভাবে মনে রাখলেন কিভাবে?
০৯ জুলাই ২০১৫ সকাল ০৯:১১
271572
ডক্টর সালেহ মতীন লিখেছেন : চমৎকার প্রশ্ন করেছেন ভাইজান। তারিখটি মনে রাখার সঙ্গত কারণ আছে। তাহলো, ১৮মার্চ আমাদের একমাত্র পুত্র রাতিব রিদওয়ানের জন্মদিন ছিল। তার দিন তিনেক আগে ছেলের নানি ১কেজি কমলা নিয়ে আসে যার ১১টিই ১৮ তারিখের মধ্যে খরচ হয়ে যায়। অতঃপর এই ১টা আর খাওয়ার লোক পাওয়া না গেলে সেটি অবহেলায় থেকে যেতে শুরু করে। পরে আর সেটা কেউ না খেলে বুঝতেই পারছেন আমার গবেষণার উপকরণে পরিণত হয়। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
১০ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
271792
এলিট লিখেছেন : আপনার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা। আশা করি আগামী বছর জন্মদিনেও ওই ফলটি অক্ষত থাকবে ।
১০
329234
০৮ জুলাই ২০১৫ রাত ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এশিয়া ফ্যান তো আমিও বাসায় ব্যাবহার করি কিন্তু বছরখানিক পর পরই ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়!!!!
এই ফলটা কমলা না হযে যদি হয় সত্যজিত রায় এর ম্যাকেঞ্জি ফ্রুট হয়!!!
অতি পন্ডিত এর কথার উত্তর দেওয়া দরকার। সেটা হচ্ছে এই জাতের কমলা সাধারনত ভারত ও ভুটান থেকে আমদানি করা হয়।
০৯ জুলাই ২০১৫ সকাল ০৯:১২
271573
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ প্রিয় সবুজ ভাই। আপনার এশিয়া ফ্যানটি কেন এ রকম আচরণ করছে বুঝতে পারছি না।
১১
329421
১০ জুলাই ২০১৫ রাত ০২:০৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চট্টলার সাবেক মেয়র মনজুর আলমের কমলা নয়তো এটি??? অনেক ধন্যবাদ..
১১ জুলাই ২০১৫ সকাল ০৮:০৫
271818
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File