তেলের নাম পার্লামেন্ট

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ২৪ মার্চ, ২০১৫, ০৯:১৫:৫২ সকাল



অলিভ অয়েল তেলের নাম শুনলেও বিয়ের পূর্বে তা ব্যবহারের অভিজ্ঞতা আমার ছিল না। কোন্ দেশে তৈরি বা কোন্ ব্রান্ডের অলিভ অয়েল সেরা এসব ব্যাপারে আমার জানার পরিধি ছিল একেবারেই জিরো। অজ পাড়া গাঁয়ের ছেলে আমি। গরু টানা এ্যানালগ ঘানিতে ভাঙানো নিখাদ সরিষার তেলই বেশি ব্যবহৃত হয়েছে আমার জীবনে। তাই তো ফুল ফোটা সরিষার হলদে ক্ষেত দেখলেই এত আকর্ষণ বোধ করি। বলা বাহুল্য যে, সরিষার তেলের প্রতি এখনো আমার আকর্ষণ ও দূর্বলতা অন্য মাত্রার। সেই আমি সুদূর স্পেন থেকে আগত অভিজাত ও দামী তেল ‘অলিভ অয়েল সম্পর্কে ধারনাগত দিক থেকে পিছিয়ে থাকব এটাই তো স্বাভাবিক।

গ্রামে থাকতে ছোট কালে দেখতাম আমাদের এলাকায় তিলের ব্যাপক চাষ হতো। শুনেছি তিলের তেল নাকি মাথা ঠা-া রাখার পক্ষে ভীষণ কার্যকরী। কিন্তু সম্ভবত এর গুরুত্ব অনুধাবন করতে না পারায় গ্রামে এখনো তিলের চাষ হলেও সেভাবে তিলের তেলের ব্যবহারপ্রথা প্রসিদ্ধি লাভ করেনি। অথচ শহরে বোতল ভরে কত রকম উপকারিতা বর্ণনা করে এ তেল বিক্রি করা হয়। গ্রামের মানুষ হয়তো বোকা, তাই তারা হাতের কাছে উপকারী তেল থাকলেও তা থেকে উপকার নিতে পারছে না। তবে এ কথা ঠিক যে, শহুরে সভ্যতার মতো অতি মাত্রায় চালাক হওয়ার গ্রামের মানুষের কোন দরকার নেই। অত আভিজাত্যের স্বপ্ন দেখাও তাদের জন্য বেমানান। তাই তো আমাদের জোহরা বু ঘানি ভাঙানো নিজেদের নারিকেল তেল দিয়ে দেদারছে তরি-তরকারি রান্না করে জীবন পার করেছেন প্রায়। কেমন লাগে খেতে সে বিবেচনার আগে নিজেদের গাছের নারিকেল তেল ব্যবহার করছি ভাবতেই তো অনুভূতি সুখকর না হয়ে পারে না।

বিয়ের পর অলিভ অয়েল বা এ জাতীয় স্বাস্থ্য ও লাবণ্য রক্ষাকারী তেল-হিমানীর সাথে আমার প্রকাশ্য পরিচয় ঘটে। অবশ্য এ কথা ঠিক যে, আমার স্ত্রী একেবারেই প্রসাধন বিলাসী নয়। শীতের হাত থেকে ত্বক রক্ষার সামান্য ১টি লোশন, গরমের তীব্রতায় দেশি ট্যালকম পাউডার এবং অলিভ অয়েলের মতো ঐতিহ্যবাহী সামান্য তেল ছাড়া তেমন কোন প্রসাধনী ব্যবহারের অভ্যাস তার নেই। বরং এ ক্ষেত্রে লোশন ব্যবহারে আমি তার চেয়ে কয়েক গুণ এগিয়ে। শীত চলে গেলে লোশনের কৌটা অযত্ন-অবহেলায় পড়ে থাকে ড্রেসিং টেবিলের এক কোনায়। কিন্তু আমি ১২ মাসই লোশন ব্যবহার করি। অফিসে নিয়ন্ত্রিত তাপমাত্রার পরিবেশ থাকায় সেখানে সব সময়ই শীতের আমেজ লক্ষণীয়। সুতরাং সারা বছরই অফিসে আমার ড্রয়ারে লোশন বসবাস করে।

বিয়ের পর আমার স্ত্রী আমাকে একটি অলিভ অয়েল কিনে দিতে বললেন। তখন আমি রাজধানীর মগবাজারের নয়াটোলা এলাকায় থাকতাম। আমাকে বলা হলো মৌচাক মার্কেটে এ তেলের সন্ধান একেবারে এ্যভেইলেবেল। এই প্রথম অলিভ অয়েল কিনতে যাচ্ছি। সঠিক তেলটা চিনে আনতে পারব কি না প্রশ্নবিদ্ধ সংশয় থাকলেও প্রিয়জনের আকাক্সক্ষা পূরণের কথা চিন্তা করে বেশ আনন্দ উপলব্ধি করছিলাম। আমার এ তেল কেনার পূর্ব অভিজ্ঞতা না থাকায় আমাকে বেশ দরদের সাথে বুঝিয়ে দেয়া হলো- স্পেনেরটা আনবে, বোতল পাওয়া না গেলে ২০০ মিলির ক্যান আনলেও তার চলবে তাও আমাকে বলে দেয়া হলো।

ব্র্যান্ড কোনটা হবে সে ব্যাপারে পরিষ্কার করে বলে দেয়া হলো যে, ক্যান বা বোতলেন গায়ে লেখা থাকবে ‘এ্যাম্বাসেডর’। ব্যাস, আমার মাথায় সেট হয়ে গেল স্পেনে তৈরি এ্যাম্বাসেডর ব্রান্ডের ২০০ মিলির একটি অলিভ অয়েল আমি কিনতে যাচ্ছি। গন্তব্য মৌচাক মার্কেট।

মৌচাক মার্কেটের একটি বৈশিষ্ট্য হলো এখানে মহিলা কাস্টমারের সংখ্যা অধিক। বিশেষ করে পোশাক, জুয়েলারি ও কসমেটিক্স এর দোকানগুলোতে। আর এটা এক বিষ্ময়কর সাধারণ সত্য যে, দোকানে ২/৩জন মহিলা কাস্টমার থাকলে সেখানে একজন অখ্যাত মার্কা পুরুষ কাস্টমারের দিকে নজর দিতে দোকানদারদের তেমন কোন দায় পড়ে না।

দোকানে গিয়ে এক পাশে দাঁড়িয়েছি। দেখলাম অনেক রকম তেল-প্রসাধনী সাজানো আছে থরে থরে। আমি ছাড়াও আরো ২জন মহিলা কাস্টমার সেখানে এলেন। দোকানী কী মনে করে বেশ সম্মানের দৃষ্টিতে আমাকে এ্যটেনশন দিলেন। বললেন, স্যার কী লাগবে ? আমি তখন মৌচাকেই অবস্থিত নামকরা শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান ‘ম্যাবস’ এর বাংলা শিক্ষক। দোকানী আমাকে চিনে সেই সূত্রে স্যার বললেন নাকি কাস্টমারদের প্রতি সাধারণ সম্মানের অংশ ও কৌশল হিসাবে স্যার বললেন তা আমার জানা নেই। তবে দোকানী আমার একদম অপরিচিত।

বললাম, অলিভ অয়েল আছে ? বললেন, আছে। আছে বলেই জিজ্ঞাসা করলেন কোনটা ? আমি সাথে সাথে বললাম স্পেনেরটা। দোকানী বললেন, ক্যান হবে না- বোতল হবে। আমি তো মহাখুশি- বোতল না পেলে ক্যান নিলেও আমার স্ত্রীর কোন আপত্তি নেই। এর মধ্যে দোকানী অপর মহিলার কাস্টমারদের দিকেও এ্যাটেনশন দিচ্ছেন। ব্যাপারটা এমন যে, আমার সাথে যখন দোকানী কথা বলছেন তখন মহিলা কাস্টমারদের এ্যাটেনশন সেদিকে আকৃষ্ট হচ্ছে। আবার যখন তাদের সাথে কথা বলছেন তখন আমার এ্যাটেনশন সেদিকেই আকৃষ্ট হচ্ছে।

এমতাবস্থায় দোকানদার আমার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলেন ব্রান্ড কোনটা ? এই তো সর্বনাশ করছে এবার ! ব্রান্ড তো আমার মাথা থেকে কয়েক শ গজ দূরে চলে গেছে। আমি তাৎক্ষনিক কোন জবাব দিতে পারলাম না। কিন্তু আমার স্মৃতির উপগ্রহ কক্ষপথে বেসামাল গতিতে সার্চ দিতে শুরু করল। ইয়েস, একটু একটু মনে আসতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই মাথায় এলো, নামটা অনেকটা রাষ্ট্রীয় লেভেল, রাজকীয় কিংবা গণতন্ত্রের সাথে শব্দটির বেশ মিল। ব্যাস, মাথায় এসে গেল, নিশ্চিত হয়ে গেলাম। বেশ খুশির সাথে বলেই ফেললাম। ভাইজান ব্রান্ডটা হলো পার্লামেন্ট। দোকানী পেশাদার, সম্ভবত তাই তিনি হাসলেন না, কিন্তু হো হো করে হাসতে দোকানে দাঁড়ানো অপর মহিলা কাস্টমাররা ভুল করলেন না। দোকানী বিনয়ের সাথে বললেন, স্যার এ ব্যান্ডের অলিভ অয়েল আমার কাছে নেই। বলেই একটি বোতল আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, আমার কাছে এটি আছে। হাতে নিয়ে দেখি তার গায়ে লেখা আছে ‘এ্যাম্বাসেডর’।

উফ্, নিজের অজান্তে নিজেই জিভ কেটে বললাম, এ্যাম্বাসেডর ! এটিই তো আমি খুঁজছি। অচেনা মহিলা কাস্টমারের কাছে নির্বোধ কোন উপহাসের পাত্র হলাম কিনা সে চিন্তা করা অর্থহীন। তবে পেশাদরিত্বের কাছে অভিজ্ঞ-অনভিজ্ঞ সব প্রকার গ্রাহক যে সম্মানের সে অমূল্য ও চিরন্তন শিক্ষা দোকানীর কাছ থেকেই পেলাম। কথা আর না বাড়িয়ে তেলের দাম পরিশোধ করে দোকান ত্যাগ করলাম। কিন্তু কেন সেদিন এ্যাম্বাসেডরকে পার্লামেন্ট বলেছিলাম তার সঠিক কারণ আজ ১২ বছরেও খুঁজে বের করতে পারিনি।

খিলগাঁও, ঢাকা

১৪ মার্চ, ২০১৫

বিষয়: বিবিধ

২০২৯ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310772
২৪ মার্চ ২০১৫ সকাল ০৯:২৭
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। খুব সুন্দর লিখেছেন। অনেক মজা পেলাম। বিশেষ করে এই অংশটুকু-
আমার স্মৃতির উপগ্রহ কক্ষপথে বেসামাল গতিতে সার্চ দিতে শুরু করল। ইয়েস, একটু একটু মনে আসতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই মাথায় এলো, নামটা অনেকটা রাষ্ট্রীয় লেভেল, রাজকীয় কিংবা গণতন্ত্রের সাথে শব্দটির বেশ মিল। ব্যাস, মাথায় এসে গেল, নিশ্চিত হয়ে গেলাম। বেশ খুশির সাথে বলেই ফেললাম। ভাইজান ব্রান্ডটা হলো পার্লামেন্ট।
২৪ মার্চ ২০১৫ সকাল ০৯:৫৩
251778
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ওয়ালাইকুমুসসারাম জনাব আযহারী ভাই, আপনাকে আমার ব্লগ কুটিরে মুবারকবাদ জানাচ্ছি। পরামর্শ ও সংশোধনী দিবেন আশা করি। ভালো থাকবেন।
310789
২৪ মার্চ ২০১৫ সকাল ১১:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভুল হওয়া স্বাভাবিক!
কারন আমাদের পার্লামেন্ট এ সর্বক্ষন যেভাবে তেল মাখান হয় সেক্ষেত্রে তেলের কথায় সংসদ ই মনে আসে!!
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৭
253237
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ঠিকই বলেছেন সবুজ ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
310791
২৪ মার্চ ২০১৫ সকাল ১১:১২
নেহায়েৎ লিখেছেন : আসসালামু আলাইকুম। ব্যাপক মজা পেলাম। এই ব্রান্ড কখনও যদি বাজারে আসে আপনি অবাক হবেন না। সেদিন মতিঝিল গিয়েছিলাম। পোশাক-আশাক একটু খারাপ থাকায় আপনাকে ফোন দেই নাই। ইচ্ছা ছিলা আপনার সাথে দেখা করার।
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৭
253238
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আহারে, আপনার সাক্ষাৎ থেকে বঞ্চিত হলাম। শুভ কামনা রইল।
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৫
253260
নেহায়েৎ লিখেছেন : ফেবুতে ইনবক্সে আপনাকে মেসেজ দিয়েছি। রিপ্লে পাই নাই। আপনার নাম্বারটা হারিয়ে ফেলেছি ভাই। আবার দিন প্লিজ।
310793
২৪ মার্চ ২০১৫ সকাল ১১:১৪
রাইয়ান লিখেছেন : সাবলীল লেখাটি পড়ে অনেক ভালো লাগলো ! এত গুনের তেলের ব্র্যান্ড পার্লামেন্ট ই হওয়া উচিত ছিল , কারণ যত বিরল গুনের সমাবেশ তো সেখানেই হয় ! সালাম ও শুভকামবনা রইলো।
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৮
253241
ডক্টর সালেহ মতীন লিখেছেন : রাইয়ান যথার্থই বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
310796
২৪ মার্চ ২০১৫ দুপুর ১২:০০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বিনোদিত হলাম,
নিশ্চয়ই এ ঘটনা আপনাদের দুজনকেও বিনোদন দেয়!

বর্ণনাটিও খুব ভালো হয়েছে!

আমাদের পরিবারেও নিজক্ষেতের সরিষা ও তিল ভাঙ্গিয়ে তেল হত, শীতকালে সরিষা এবং গরমকালে নারিকেল ও তিলের তেলএর ব্যবহার পাশাপাশি চলতো!
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৮
253242
ডক্টর সালেহ মতীন লিখেছেন : মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় আবু সাইফ ভাই।
310799
২৪ মার্চ ২০১৫ দুপুর ০১:১২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর ব্লগটি আপনার পদচারণায় ধন্য হল। কেমন আছেন?

হাহাহা। ব্যাপক মজা পেলাম।
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৯
253243
ডক্টর সালেহ মতীন লিখেছেন : প্রিয় ওহিদুল ভাই, সত্যি্ই আপনাদের খুব মিস করি। খুব মনে পড়ে। তা কেমন আছেন ? দোয়া করবেন।
310809
২৪ মার্চ ২০১৫ দুপুর ০২:৫১
হতভাগা লিখেছেন : ভেজা বেড়াল
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৯
253244
ডক্টর সালেহ মতীন লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
310826
২৪ মার্চ ২০১৫ দুপুর ০৩:১৮
বাকপ্রবাস লিখেছেন : পার্লামেন্ট এ তেলের ব্যাবহার আছে তাই এই নামে একটা তেল বোতলজাত হলে মন্দ হবেনা
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১০
253245
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
310830
২৪ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩০
আফরা লিখেছেন : দারুন মজা পাইলাম Rolling on the Floor Rolling on the Floor ধন্যবাদ
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩২
251857
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Applause Applause Crying Crying
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪১
251858
আফরা লিখেছেন : সূর্যের পাশে হারিকেন ভাইয়া কেমন আছেন ?কত্তদিন পরে আসলেন আমার খুব খুশী লাগছে ।@ সূর্যের পাশে হারিকেন ভাইয়া ।
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৬
251861
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তুমি এখানে হাসতেছো? এ্যাঁ Time Out Time Out Time Out Time Out
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫০
251863
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হুমমমম, আলহামদুলিল্লাহ্! ভালো আছি! আল্লাহ'র এত্ত নাফরমানি করার পরও তিনি আমাকে সুস্থ রেখেছেন। আমার বিশ্বাস তুমার দোআও আছে সুস্থ থাকার পিছনে। Rose Rose Good Luck Good Luck Rose Rose
তা.... তুমি/তুমরা সবাই কেমন আছো, পুচ্চি? Day Dreaming Day Dreaming @আফরামণি
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:১১
251868
আফরা লিখেছেন : আলহামদুল্লিলাহ ! ভাইয়া আমি ,আমরা সবাই ভাল আছি ।@ সূর্যের পাশে হারিকেন ভাইয়া ।
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:২২
251870
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আলহামদুলিল্লাহ্ Good Luck Good Luck
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৫
253246
ডক্টর সালেহ মতীন লিখেছেন : প্রিয় ভাই আফরা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২০
253251
ডক্টর সালেহ মতীন লিখেছেন : প্রিয় ভাই আফরা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
১০
310848
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : স্যার ....... অলিভ অয়েল কেন ব্যবহার করে? Day Dreaming Day Dreaming
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৬
253247
ডক্টর সালেহ মতীন লিখেছেন : বলা হয়ে থাকে ইহা ত্বক সুরক্ষার জন্য উপকারী। ধন্যবাদ
১১
310851
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বিয়ের পর আমার বউও অলিভ অয়েল কিনতে আমাকে মৌচাক পাঠায় কি না কে জানে? Tongue Chatterbox I Don't Want To See যদি আমাকে ওখানে যেতেও হয়, মহিলা কাস্টমার থাকুক বা না থাকুক, ভুল করেও আন্দাজ করে মৌচাকে ঢিল মারবো না! It Wasn't Me! Not Listening
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৯
253250
ডক্টর সালেহ মতীন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। তবে আমি খুব খুশি হব যদি আমাকে সাথে নেন ঐ তেল কেনার জন্য।
১২
310878
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার লেখা।
নারিকেল ও তিল তেল দুটোই ভাল। এ দুটোই
ব্যবহার করা যেতে পারে। যাতে সেচুরেটেট ফ্যাট শূন্যের কাছাকাছি।
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৬
253248
ডক্টর সালেহ মতীন লিখেছেন : মনসুর ভাই মন্তব্য ও মতামতের জন্য অনেক ধন্যবাদ
১৩
310883
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! সরলতায় পূর্ন নিখাদ বিনোদনমূলক আত্বুপলব্ধির পোস্টটি পড়ে সত্যি বেশ আনন্দ উপভোগ করেছি! শুকরিয়া! Good Luck Angel Praying
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৮
253249
ডক্টর সালেহ মতীন লিখেছেন : ওয়ালাইকুমুসসারাম। প্রিয় সাদিয়া আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে আমার ব্লগে পদধূলি দিয়ে ধন্য করবেন। শুভ কামনা রইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File