অপঠিত কবিতা
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০১ জুন, ২০১৪, ০২:৪১:২০ দুপুর
একটি কবিতা লিখেছিলাম ক’দিন আগে
এক সুমধুর সন্ধ্যায়,
পাখিদের কুজন কলতানে হাসছিল লাল ডগডগে অস্তমান সূর্য ঠিক আমারই দিকে তাকিয়ে
মহানগরীতে পশুর পায়ের ধূলী উড়েনা সেভাবে-
তাই চমৎকার গোধূলী এখানে মিলে না কখনো
এ সব আক্ষেপই ছিল আমার কবিতার বিষয়বস্তু
কিন্তু আমার সে কবিতা কেউ পড়েনি,
কারণ, আমি এক মূল্যহীন মানুষ।
আকাশে যদি লাল মেঘটুকু সেদিন না দেখতাম,
তাহলে হয়ত আমি লাল শাড়ি কি তা জানতাম না।
এখন জানি লাল শাড়ি কত সুন্দর !
বলতে দোষ নেই, লাল শাড়ির প্রেমে পড়ে গেছি আমি
তাই সেদিন বাজার থেকে এনেছিলাম একটি লাল শাড়ি,
কিন্তু সে শাড়ি কেউ পরেনি,
কারণ, সে শাড়ি মোটেও দামী ছিল না।
আকাশের হালকা নীল আমাকে হাতছানি দেয়
বিরতিহীন ভালোবাসায়,
আমি সে নীলের পরশে রাঙিয়ে নিয়েছি নিজ
ডায়েরীর মলাট
অন্তরের সব পুস্তকগুলোর মূল্যবান পাতা,
বড় ভালবেসে নীলবর্ণের একটি
খাতা এনেছি দোকান থেকে, তাতে ছবি এঁকেছি
কিন্তু সে খাতা কেউ গ্রহণ করেনি।
কারণ ? কারণ সে খাতা সস্তা ছিল।
ঢাকা
১১/১০/২০০৩
বিষয়: বিবিধ
১৫৫৪ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইমোতে হাতুড়ি মিস !
হাতুড়ি কই ?
কিন্তু আমার সে কবিতা কেউ পড়েনি,
কারণ, আমি এক মূল্যহীন মানুষ।
না না এবার আপনার আপনার মূল্য ঠিক করুন ।
কারণ আপনার কবিতা আমি পড়ে ফেললাম ।এবং কবিতা ভাল হয়েছে ।
তবে পুরোটা আক্ষেপে ভরা কেন ভাইয়া ?
ওহ !
আমি বুঝতে পারিনি !
তাহলে আমি এ কবিতা পড়তেই পারিনি ।
ধন্যবাদ ভাইয়া ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
২০০৩সালে কেউ না পড়লেও এখন আমরা অনেকেই পড়লাম ।
মন্তব্য করতে লগইন করুন