এখনো পুরস্কার পেলাম না
লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ০৩ এপ্রিল, ২০১৪, ০৪:৩৮:১১ বিকাল
বিডিটুডে ব্লগের প্রিয় সম্পাদক মহোদয় ও এতদসংশ্লিষ্ট ব্লগার ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে, গত বছর অর্থাৎ ২০১৩ সালের মে মাসের ১২ তারিখে মাকে নিয়ে লেখা প্রতিযোগিতার ফলাফল (মা"কে নিয়ে ব্লগ লেখা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ) প্রকাশ করা হলেও আজও পর্যন্ত এর পুরস্কার পাইনি। অথচ এরই মধ্যে চলতি বছরে আয়োজিত বিয়ে নিয়ে লেখা প্রতিযোগিতার ফলাফল পাঠানো হয়েছে এবং বিজয়ীরা তা পেয়ে ব্লগে আমাদেরকে জানিযেছেনও।
বিষয়টি লিখতে আমার কাছে কেমন কেমন লাগলেও লিখছি এ জন্য এই গড়িমসি কিংবা ঘোষণা দিয়ে পুরস্কার প্রদানে অনিচ্ছা সম্ভবত অনুচিত কাজের মধ্যে পড়ে।
আশা করি সম্পাদক মহোদয় তথা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এর জবাব ব্লগেই দিবেন।
ধন্যবাদ
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশা করি কর্তৃপক্ষ সাড়া দিবেন!!
অহন পর্যন্ত কুনো নিউজ পাওন যায়নি হেতেরগো ডাকে শাড়া দিয়ে কুনো হৃদয়া রানী এগিয়ে আসলো কিনা।
লিখেছেন :
বিষয়টি উত্তাপন
করার জন্য অনেক
ধন্যবাদ ডক্টর সালেহ
মতিন ভাই। যে কোন অনিয়ম
বা ভুলে যাওয়া বিষয় স্মরণ
করিয়ে দেয়া উচিৎ। আমার মনে হয়
না ব্লগ কতৃপক্ষ কোন ধরণের শঠতার
আশ্রয় নিয়েছেন। কোন রকম গ্যাপ
হয়ে গেছে কোন কারণে।
আশা করি সম্পাদক সাহেবের নিকট
থেকে বিস্তারিত
জানতে পারবো।
আপনার মত, বেশ কিছু মানুষ আমার প্রিয়তে আছেন...জাদের কাছে কিছু শিখার আছে। আমার, ব্লগ বাগানে দাওয়াত রইল।
মন্তব্য করতে লগইন করুন