শাহবাগীদের পত্রিকার নাম ছিনতাই !

লিখেছেন লিখেছেন ডক্টর সালেহ মতীন ২৪ এপ্রিল, ২০১৩, ১১:৪৩:২৬ সকাল

অনেকেই হয়ত এরই মধ্যে সংবাদটি জেনে গেছেন যে, শাহবাগীরা সাপ্তাহিক ভিত্তিতে একটি পত্রিকা প্রকাশ করতে যাচ্ছে- লিংক এখানে

তাদের আন্দোলন শুরুর প্রথম দিকে প্রজন্ম চত্বর নাম ধারণ করে পরে অর্থহীন ও জনবিচ্ছিন্ন সুবিধাবাদী শাহবাগী এ আন্দোলন ‘গণজাগরণ মঞ্চ’ নাম ধারণ করে। এখন গণজাগরণ নামেই তারা পত্রিকা বের করতে চাচ্ছে।

কিন্তু মজার ব্যাপার হলো এ নামে একটি জাতীয় পত্রিকা ১৯৯০ সালে যাত্রা শুরু করে ঢাকার যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক থেকে। ঘটনাচক্রে এ লেখক ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক এ পড়ার সময় দৈনিক গণজাগরণ পত্রিকার কেশবপুর (যশোর) উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ঐ পত্রিকায় ০৩/০৬/১৯৯১ তারিখে ‘কেশবপুর শিশু স্বর্গ’ নামে এ লেখকের একটি ফিচারও প্রকাশিত হয়।

এখন যদি আবার সেই একই নামে শাহবাগীরা তাদের প্রকাশনা নিয়ে আসে তাহলে তো দিনের আলোয় পত্রিকার নাম ছিনতাইয়ের মতো হলো। তাছাড়া এ নামে কর্তৃপক্ষের অনুমোদনও মিলবে কেন ?

বিষয়: বিবিধ

১৪৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File