[b]মাটির প্লেটের দাম ৬ কোটি টাকা![/b]
লিখেছেন লিখেছেন নজরুল বিন হক ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫৮:৪০ সকাল
ব্লগে মাত্র একাউন্ট খুললাম এবং লগইন করলাম, চিন্তা করলাম কিছু লিখতে না পারি শেয়ারতো করতে পারি। তাই মজার একটা খবর শেয়ার করছি।
ছোট্ট একটি প্লেট যার দাম মাত্র ৬০,০০০,০০০ টাকা!!!? অবিশ্বাস্য হলেও সত্য ইংল্যান্ডের সমারসেটে এ ধরনের একটি ঘটনা ঘটেছে।
১৬ ইঞ্চি ব্যাসের এ প্লেটটির মালিক এক মহিলা তার এক আত্মীয়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। দীর্ঘদিন কেবল রান্নাঘরে জুলিয়ে রাখা প্লেটটাই তাকে ৬কোটি টাকার মালিক বানিয়ে দিল। এটি ১৫৪০ সালের একটি ইতালিয়ান নিদর্শনযুক্ত প্লেটটি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাশমোলিয়ান জাদুঘরের অধ্যাপক টিমোথি উইলসনের কাছে প্লেটটি নিয়ে গেলেন। টিমোথি পরীক্ষা-নিরীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হলেন যে, এটি ইতালির আর্বিনো শহরে ১৫৪০ সালের দিকে তৈরি করা হয়েছিল।
প্লেটটি বিক্রি জন্য নিলামে তুলে তিনি ৫ লাখ ৭০ হাজার পাউন্ডে (প্রায় ৬ কোটি ৯৮ লাখ টাকা) বিক্রি করেন!!
মূলত প্লেটটিতে জার্মান চিত্রকর সেবাল্ড বেথামের একটি শিল্পকর্ম অনুসারে ফিস্ট অব হেরড চিত্রায়িত করা হয়েছে। এখানে দেখা যায়, রাজা ও রানীকে সেলোমি (খ্রিস্টানদের বিশ্বাসমতে মোহাবিষ্ট করার ক্ষমতাসম্পন্ন নারী) ব্যাপ্টিস্ট সেন্ট জনের কাটা মাথা উপহার দিচ্ছে। এজন্যই ছোট্ট প্লেটটির এত দাম!!
এবার দেখুন প্লেটটির ছবি!!
null
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন