আজি এ বসন্তে
লিখেছেন লিখেছেন আমি এক নিশাচর ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:১০:৩৪ সকাল
আহা! আজি এ বসন্তে,
শিমুলের লাল ফুলের মতো রাঙা মোর চোখ
চৈত্রের মাঠফাটা রোদের মতো দগ্দ আমার বুক
আমার মুখে নেই হাসির সেই আলোকচ্ছটা!
আমার সারা হৃদয় জুড়ে শুধু আর্তনাদ, দ্রোহের আগুন বৈশাখের ঘনঘটা,
একটা পাওয়া না পাওয়ার তর্ক প্রতিদিন...
কত নতুন ইতিহাস জুড়ে দেয়, কত করে অন্তর্লীণ।
আমার বসন্তের আকাশে আজ কালো মেঘ
দূর দীগন্ত বয়ে আগছে কাল বৈশাখি দেখ চেয়ে দেখ!
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন